টপিকঃ উইন্ডোজ ৭ এর ডেস্কটপে ভিডিও সেট করুন ওয়ালপেপার হিসেবে
মডারেটরদের প্রতি: পোষ্টটাতে যদি ক্রাকিং সংক্রান্ত কোন বিষয় থেকে থাকে তবে অনুগ্রহ করে আমাকে জানিয়ে লিংকগুলো বা টপিকটা মুছবেন।
ডেস্কটপে ওয়ালপেপার হিসেবে ভিডিও দেওয়ার ব্যপারটা উইন্ডোজ ভিসতা থেকে চালু হয়েছিল। কিন্তু ৭ এ এসে এটাকে আবার উঠিয়ে দেয়া হয়েছে। তাই বলে কি এটা করা যাবে না সেটা তো হয় না। আসুন দেখি কিভাবে করা যাবে।
০১. প্রথমেই নিচের লিংক থেকে একটা প্যাচ ডাউনলোড করুন।
৩২ বিটের জন্য এটা
৬৪ বিটের জন্য এটা
০২. প্যাচটা ইন্সটল করুন। ইন্সটল হওয়ার পর উইন্ডোজ এক্সপ্লোয়ার অটো রি-স্টার্ট হবে। রি-স্টার্ট না হলে Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার খুলুন এবং সেখান থেকে উইন্ডোজ এক্সপ্লোয়ার এর উপর ডানবাটনে ক্লিক করে End Task করে দিন। এরপর ধারাবাহিক ভাবে File>New Task> এখানে লিখুন explorer.exe এবং ওকে করুন।
০৪. এবার আমরা ভিডিও সেট করব। মনে রাখবেন ভিডিওটা অবশ্যই .wmv অথবা .mpg ফরম্যাট এ হতে হবে। ফ্রি ভিডিও কনভার্টার সার্চ দিলেই পেয়ে যাবেন।
এবার যে .wmv বা .mpg ফরম্যাটের ভিডিওকে ডেস্কটপের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন সেটার উপর ডানবাটনে ক্লিক করে Set as Desktop Background করে দিন।
সর্বশেষে
ভিডিও চলাকালীন সময়ে আপনি এটাকে প্লে/পজ ও করতে পারবেন। নিচের ছবিতে দেখুন
তবে মনে রাখবেন এর জন্য পিসির র্যাম এবং প্রসেসর বেশ ভাল মানের হতে হবে।
সুন্দর কিছু ভিডিও ডাউনলোড করতে পারবেন এই ঠিকানা থেকে।