Re: লিনাক্স পুরা ফালতু - ব্যবহার করে দিনকে দিন হতাশ হচ্ছি
ধন্নবাদ সামিম ভাই। আর বেসি বেসি এই ধরনের লেখা চাই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স পুরা ফালতু - ব্যবহার করে দিনকে দিন হতাশ হচ্ছি
ধন্নবাদ সামিম ভাই। আর বেসি বেসি এই ধরনের লেখা চাই।
শামীমদা বহু ধৈর্য নিয়ে পোষ্টটা পড়লাম। ভাল লাগল।
ফেসবুকে সচলায়তনের লিংকটা দিয়ে দিয়েছিল আমার এক ফ্রেন্ড। তখনই পড়েছিলাম। অনেক জোশশশশ লিখেছেন শামীম ভাই।
ক্ঠিন
দারুন লাগলো...
খুব মজার পোস্ট। ধন্যবাদ শামীম ভাই।
প্রথমেতো আমিও ভয় পেয়েছিলাম ! এখনতো দেখি উলটো বেপার !
বিরক্তি প্রকাশে শব্দচয়ন অার বাক্যের গঠনশৈলী অামায় মুগ্ধ করিয়াছে। এহেন অালোচন নিয়মিত পাইবার প্রত্যাশা করি।
পড়ে অনেক মজা পেলাম। লিখার জন্য ধন্যবাদ
কি কস্ত রে লিনাক্স এ লিক্তে
শামীম ভাই আপনি তো দেখি ..... কি বলব আর আপনার সম্পর্কে ? যদিও আমি উইন্ডোজ ৭ ব্যবহার করি । লেখাটা দারূন লাগলো ।
তবে ভাই আমি জেনুইনিটি, ভাইরাস, ম্যালওয়্যার, পারফর্মেন্স, সিকিউরিটি ইত্যাদি কোন প্রকার সমস্যার মধ্যে নাই । আর এত সব ঝামেলামুক্ত কন্ডিশন এন্টিভাইরাস ছাড়াই ভোগ করছি ।
তবে চৌর্যবৃত্তি.. (ইসরে, আর কিছুই বলার নাই), সরি ।
আর সবাইর মতো আমিও তোর গোর নিছিলাম।
শামীম ভাই এই কথা কয়
। পরে দেখলাম
ঢুকলাম ঝাড়ি মারতে, এখন তো মনে হইতেছে আমিও বলি... লিনাক্স একটা...
আমি হাসতে পারলাম না। উবুন্টে সিটিসেলের মোডেম ইন্সটল না করা পর্যন্ত লিনাক্সের ভক্ত হব না।
আমি হাসতে পারলাম না। উবুন্টে সিটিসেলের মোডেম ইন্সটল না করা পর্যন্ত লিনাক্সের ভক্ত হব না।
আপনি ঢাকায় থাকলে আগামী রবিবার বিকাল ৫টার পর লিনাক্স মিন্ট বাংলাদেশের অফিসে আপনার মডেমটা নিয়ে আসেন। ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দোব।
শিরোনাম দেখে আমি ভাবলাম, "এইবার পাইছি শালা! দেখি কই যাস" । পরে আমাদের শামীম ভাইয়ের নাম দেইখা তো বুঝছি আসল কেস...।
(পোস্টটা দেখছি বেশ পুরনো)
কি আর করার...
তাইলে আমি লিনাক্স ব্যাবহার করতে চেয়ে ভুল করছিনা !!!!
তবে আমি সাহাজ্য পাচ্ছি না ? আমার নেটে আসা সমস্যা। কারন বিদ্দুত থেকে না ।সিরাজগঙ্গের বা বগুরার কেউ থাকলে আওয়াজ দেন-০১৯১৬৫৩৪৭২৩ প্লিজ ..প্লিজ.....।
অফ টপিক:
@ হামিদ সুমন: আপনার পূর্ন ঠিকানা গোপন বার্তায় দিন। সিডি আর ইন্সটেশন করার নিয়ম (প্রিন্টেড) পাঠায়ে দেই।
বাকি সব কিছুর জন্য প্রজন্ম এবং আপ্র তো আছেই।
@ হামিদ সুমন:
আপনার বার্তা পেয়েছি। কয়েক দিনের মধ্য কাস্টমাইড ডিভিডি পেয়ে যাবেন।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স পুরা ফালতু - ব্যবহার করে দিনকে দিন হতাশ হচ্ছি
০.১১০৫৭৩০৫৩৩৫৯৯৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.২৭২৮৪০৯২১৩৯১ টি কোয়েরী চলেছে