Re: মাসে কতটুকু ব্যান্ডউইড্থ ব্যবহার করছেন সেটা জানবেন যেভাবে
সিম্বিয়ান অপারেটিং সিস্টেম যেসব ফোনে আছে সেসব ফোনে লগ নামের একটা অপশন আছে যেখানে থেকে আপনি কতবার কানেক্ট হলেন,প্রতিবারে কতটুকু ডাটা ট্রান্সফার হল এগুলোর হিসাব রাখা যায়।
জাভা বেসড ফোনের ক্ষেত্রে সফটওয়্যার দিয়ে হিসাব রাখতে পারবেন।
তবে এখানে হিসেবের ক্ষেত্রে আপনি মোবাইল থেকে ব্যবহার করলেন না পিসি থেকে ব্যবহার করেছেন এটা জানতে পারবেন না।
সেক্ষেত্রে আপনি কখন কানেক্ট হলেন এবং সে সময় কোথা থেকে কানেক্ট হলেন সেটা দিয়ে বের করতে পারবেন।