টপিকঃ মাসে কতটুকু ব্যান্ডউইড্থ ব্যবহার করছেন সেটা জানবেন যেভাবে
ব্রডব্যান্ড বা গ্রামীনের আনলিমিটেড লাইন ছেড়ে কিউবি/বাংলালায়নের ওয়াইম্যাক্স নেবো কিনা ভাবছি। কিন্তু নিজে মাসে আসলে কতটুকু ব্যান্ডউইড্থ ব্যবহার করি সেটা জানা জরুরী। কারণ শুধু শুধু বেশি টাকা দিয়ে আনলিমিটেড/বিরাট ব্যান্ড উইড্থ লিমিট নেয়ার দরকার দেখি না। কিন্তু একমাসে কতটুকু ব্যবহার করি সেটার একটা ডেটা দরকার ... যারা একটেল বা সিটিসেল জুম দিয়ে ১ গিগা/৩গিগা ইত্যাদি ব্যবহার করেন তাঁরা নিজেদের চাহিদাটা মোটামুটি জানেন ... ...
আজ নেট ঘেটে এরজন্য উপায় খুঁজে পেলাম, যদিও পরীক্ষা করে দেখার সুযোগ হয়নি ...
১. উবুন্টুর জন্য vnstat: টিউটোরিয়াল এখানে।
২. উইন্ডোজের জন্য একটা ফ্রীওয়্যার: বর্ণনা সহ ডাউনলোড লিংক
কেউ এগুলো ব্যবহার করে থাকলে অভিজ্ঞতা জানাতে ভুলবেন না।