Re: গ্রহ উপগ্রহের ছবি ফটোসপে তৈরি করুন (পর্ব-২)
রেপু দিব নাকি মন্তব্য করব, কিছু বুঝে উঠতে পারছি না
Re: গ্রহ উপগ্রহের ছবি ফটোসপে তৈরি করুন (পর্ব-২)
Re: গ্রহ উপগ্রহের ছবি ফটোসপে তৈরি করুন (পর্ব-২)
Re: গ্রহ উপগ্রহের ছবি ফটোসপে তৈরি করুন (পর্ব-২)
দারুন হইছে। রেপু এবং মন্তব্য দুইটাই দিলাম।
Re: গ্রহ উপগ্রহের ছবি ফটোসপে তৈরি করুন (পর্ব-২)
দারুণ হয়েছে। যেভাবে ধাপে ধাপে চিত্রসহকারে বর্ননা করেছেন, তাতে আমার মত অনেক নবীশদের জন্য কাজে লাগবে।
কিন্তু আমার একখান জিজ্ঞাসা আছে।
এক একটি স্টেপে বিভিন্ন মান ব্যবহার করেছেন। এই মানগুলো কি করে শেখা যাবে? কোন ভ্যালুতে কি ইফেক্ট হবে তা বুঝব কি করে? আপনারটা দেখে না হয় জানলাম যে এই মানে এই কাজ হবে। কিন্তু নতুন কিছু করতে গেলে কিভাবে দ্রুত করা যাবে। একটা উপায় আছে যে বার বার ট্রায়াল-ইরর দিয়ে পারফেক্ট মানটা সিলেক্ট করা। এর বাইরে অন্য কোন উপায় আছে কি?
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।