টপিকঃ ফটোসপে ওয়ালপেপার তৈরি করুন-০৫
ফটোসপে সহজেই বিভিন্ন রকম ওয়ালপেপার তৈরি করা যায়। আসুন আমরা আজ নিচের মত সুন্দর একটি ওয়ালপেপার তৈরি করি।
প্রথমে ফটোসপে একটি নতুন পেজ নিন। মাপ হবে নিচের চিত্রের মত
তারপর # 00FF66 কালার কোডে এর ব্যাকগ্রাউন্ড দিন। যারা কালার কোডে কালার সিলেক্ট করতে পারেন না তারা নিচের চিত্রে দেখুন।
তারপর Filter>Render>Fibers এ যান।
তারপর নিচের মত বক্স আসবে এখানে চিত্রে প্রদর্শিত মান দিন
আপনার ইমেজ এমন হওয়ার কথা
এরপর Filter>Render>Lighting Effects এ যান। তারপর Style থেকে Circle of light সিলেক্ট করে ওকে করুন।
ব্যস আপনার ওয়ালপেপার তৈরি হয়ে যাবে।
এভাবে আপনি হরেক রকম ডিজাইন করতে পারবেন ফটোসপে।