টপিকঃ বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)
ফোরামের খুব শীঘ্রই একটি ঘোষণা আসছে। বর্তমানে এর প্রস্তুতি চলছে। সেটি হল, আপনি আপনার বন্ধুদের (ইমেইলের এড্রেসবুকে যাদের ঠিকানা আছে) আমন্ত্রণ জানাতে পারবেন। আর যার আমন্ত্রণে একটি নির্দিষ্ট সময়ে সবচেয়ে বেশি সদস্য আসবে তাঁকে দেয়া হবে আকর্ষণীয় পুরষ্কার!
বর্তমানে আমন্ত্রণ জানানোর স্ক্রিপ্ট এর পরীক্ষা-নীরিক্ষা চলছে। এটি রিলিজ হলেই মূল প্রতিযোগিতা ঘোষণা করা হবে।
পরীক্ষা করার জন্য: http://forum.projanmo.com/invite.php
সমস্যাগুলো জানানোর জন্য অনুরোধ করছি।
what to do?