টপিকঃ স্টোনহেঞ্জ, ইংল্যান্ড :: স্টোনহেঞ্জের মাধ্যমেই সূর্যের....

ইংল্যান্ডের সেই বিস্ময়কর স্টোনহেঞ্জের নাম হয়তো শুনে থাকবেন আপনি। এবার আমরা আলোচনা করবো বিস্ময়কর এই পুরাকীর্তিটি সম্পর্কে। প্রত্নত্ত্ববিদগণের ধারণা অনুযায়ী, বিশাল বিশাল পাথরের এই বৃত্তাকার জায়গাটি মানমন্দির হিসেবে ব্যবহার করা হত সে সময়, বিশেষ করে ঋতু চিহ্নিত করার জন্য ব্যবহার করা হতো এটি। ধারণা করা হয়ে থাকে যে, এটি ৩০০০ খ্রিষ্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে নির্মাণ করা হয়েছিল এবং নবপোলীয় মানুষেরা ৩২০ ফুট ব্যাসের একটি বৃত্তাকার পরিখা খনন করেছিল হরিণের শিং ব্যবহার করে। তারপর ২০০০ খ্রিষ্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে ৬০ টি ব্লুস্টোন দ্বারা খাড়া ভাবে নির্মিত হয় স্টোনহেঞ্জ। আর এটি নির্মাণ করা হয় ব্রোঞ্জ যুগে। সে সময় মানুষরা এসব পাথর নিয়ে এসেছিল তাদের কাছাকাছি কোনো স্থান থেকে নয়, বরং সেগুলো আনা হয়েছিল ২৪০ মাইল দূর থেকে, এবং এসব পাথরের প্রতিটির ওজন ছিল প্রায় ৪ টন। স্টোনহেঞ্জের তৃতীয় পর্যায়ে অর্থাৎ প্রায় একশত বছর পর এর পাথরগুলো সাজানোর কাজটি করা হয়। এ সময় পাথরগুলো টেনে আনা হয় ২০ মাইল দূর থেকে এবং প্রতিটি পাথরের ওজন ছিল তখন প্রায় ৫০ টনের কাছাকাছি বা তারও বেশি। তারপর সেগুলোকে খাড়া ভাবে একটি বৃত্তের মাঝে স্থাপন করা হয় এবং তারপর বৃত্তের সাথে সামঞ্জস্য রেখে সেগুলোর উপরে পাথর দিয়ে সরদল স্থাপন করা হয় এবং তারপরই নির্মিত হয় মূল স্টোনহেঞ্জ অর্থাৎ বর্তমান সময়ে আমরা যা দেখছি। আর এই স্টোনহেঞ্জের মাধ্যমেই সূর্যের অবস্থান দেখে সেই সময়ের মানুষেরা ঋতু নির্ণয়ের কাজটি করতো।

সূত্র: সায়েন্স-জোন জুন সংখ্যা ২০০৮

Re: স্টোনহেঞ্জ, ইংল্যান্ড :: স্টোনহেঞ্জের মাধ্যমেই সূর্যের....

আশ্চর্যের ব্যাপার এই যে সেই সময় এত বড় বড় পাথর কিভাবে এত দূর থেকে বয়ে নিয়ে আসা হয়েছিল। তখন তো আর ক্রেন ছিল না । এটা একটা বড় রহস্য। মনে হচ্ছে সেসময় ইংল্যান্ডে ময়দেবতা জাতীয় কেউ ছিলেন।;D;D

Re: স্টোনহেঞ্জ, ইংল্যান্ড :: স্টোনহেঞ্জের মাধ্যমেই সূর্যের....

খাইচে!!  surprised