টপিকঃ আন্ডারগ্র্যাজুয়েশন দেশের বাইরে [পরামর্শ দরকার]
দেশের বাইরে আন্ডারগ্র্যাড করার জন্য কিছু পরামর্শ দরকার। কেউ যদি কিছু জানেন তাহলে সাহায্য করবেন।
দেশে থেকে অনার্স করতে ইচ্ছে করছে না। পুরাই ফাউল...
তাই বাইরে পড়াশোনা করবো। আই,এল,টি,এস/টোফেল করে যে কোনো একটা দেশের জন্য ট্রাই করতে চাচ্ছি।
এই কয়দিন ইন্টারনেটে প্রচুর সার্চ করলাম এইসব নিয়ে। যা দেখলাম আন্ডারগ্র্যাড করার জন্য দুইটা উপায় আছে দেশের বাইরে এক হচ্ছে কলেজ থেকে ডিপ্লোমা অথবা ডিগ্রী করা আরেক হচ্ছে ইউনিভার্সিটি থেকে অনার্স করা (বি,এস,সি) যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স। এখন জানার বিষয় হচ্ছে ডিপ্লোমা/ডিগ্রী সার্টিফিকেইটের ভ্যালু কি রকম? এগুলা করে কি ভালো কোনো ইউনি থেকে গ্র্যাজুয়েশন করা যাবে? এর জন্য কলেজ বেটার হবে নাকি ইউনি? আমার লক্ষ্য স্টাডি কন্টিনিউ করে ভালো কোনো পজিশনে যাওয়া তাই কোনো ধুন-ফুন সার্টিফিকেইটের জন্য ট্রাই করতে চাচ্ছি না। ভালো মতো ব্যাপারটা জেনে ডিসিশনে আসতে চাচ্ছি। প্লিজ কেউ সাহায্য করুন।
স্পেশালি *কানাডা*, জার্মানী আর ফ্রান্সের ব্যাপারে জানতে চাচ্ছি...