টপিকঃ উইন্ডোজ সেভেন মাত্র 3000/=
হ্যা......
কথাটা একটু চমকানোর মতই. কিন্তু উইন্ডোজ সেভেন বাংলাদেশের জন্য মাইক্রোসফট মাত্র ৩০০০/= করে নির্ধারন করেছে (বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম)। কিন্তু বর্তমান বাংলাদেশের আর্থিক অবস্থা বিবেচনা করে লোকাল ভেন্ডর'রা জোর চেষ্টা চালাচ্ছে দামটা আরও কমিয়ে মাত্র ১৫০০/= থেকে ২০০০/= টাকায় আনতে :C । এখন পর্যন্ত আমি এটা জানতে পারিনি কোন এডিশনটা কত টাকা করে রাখা হবে।
বিস্তারিত জানা যাবে www.itsmy7.net অথবা শনিবার ৭নভেম্বর ০৯ আইডিবি ভবন উইন্ডোস সেভেন ধামাকা অনুষ্ঠানে।
এখানেও পোষ্ট করা হয়েছে:
http://forum.amaderprojukti.com/viewto … 350#p38350
অমি ভাইয়া, আপডেট করা করা হল
দেশটা কারও বাবারও নয় কারও স্বামীরও নয়, এ দেশ আমার আপনার, কোটি মানুষের। - দেশকে ভালবাসুন
সেই তোমার প্রকৃত বন্ধু যে তোমাকে অর্থ দিয়ে বিদ্যা দিয়ে সাহায্য করবে কিন্তু তার বাক্য এবং কর্ম দিয়ে তোমার ক্ষতি করবে না _ কুহেলিকা