টপিকঃ আর কত?
আর মাত্র ঘন্টা দশেক পরেই পরীক্ষা শুরু! জীবনের প্রথম ধাপের শেষ পরীক্ষা! হল তো প্রায় বছর বিশেক পড়া! আর কত? এবার একটু হাঁপ ছেড়ে বাঁচব! কিন্তু পড়াশোনার এ জীবন শেষের সাথে সাথে আরেক জীবনে পূর্ণাঙ্গ পদার্পণ করতে হবে এটা ভেবেই ভয় লাগছে! পূর্ণাঙ্গ বললাম কারণ পড়াশোনার চলার সময় থেকেই তো প্রফেশনাল কাজের সাথে জড়িত!
একাডেমিক পড়াশোনা হয়ত শেষ কিন্তু এমন একটা ফিল্ডে জড়িত যা প্রতি মূহূর্তেই পরিবর্তনশীল! কিন্তু সে পড়া আমার খারাপ লাগে না যতটা খারাপ লাগে ক্লাসে বসে বেরসিক মাস্টারদের প্যান প্যানানি শুনতে! মাঝে মাঝে মনে হত আমি ক্লাস নিলে এর চেয়ে বেশি প্রানবন্ত হত!
আমার সবচেয়ে দুঃখ লাগছে সবুজ-শ্যামল এই রাজশাহী ছেড়ে আমাকে বাস অযোগ্য ঢাকায় ফিরে যেতে হবে। হয়তো এত ভাল অক্সিজেন আর পাব না! পারবনা চাইলে পদ্মার পাড়ে ঘুরে আসতে! !
what to do?