টপিকঃ মাইক্রোসফটের অভিযোগ মুক্ত সফটওয়্যার সম্প্রদায় প্যাটেন্ট ভঙ্গ করেছে
শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন দাবি করে আসছিল উন্নুক্ত প্রোগ্রামিং সংকেতভিত্তিক (ওপেন সোর্স) মুক্ত সফটওয়্যারগুলো তার প্যাটেন্ট লঙ্ঘন করছে। এবার প্রতিষ্ঠানটি হিসাব দিয়েছে কোন কোন ওপেন সোর্স প্রোগ্রাম তাদের কয়টি প্যাটেন্ট লঙ্ঘন করেছে। তবে মাইক্রোসফট জানিয়েছে, তারা এসব সফটওয়্যারের প্রোগ্রাম লেখকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে না বরং তারা মুক্ত সফটওয়্যার নির্মাতা, বিতরণকারী ও ব্যবহারকারীদের লাইসেন্স দিতেই আগ্রহী।
মুক্ত সফটওয়্যারগুলো বিনামূল্যে ব্যবহারকারীদের দেওয়া হয়। সফটওয়্যারগুলোর উন্নয়ন এবং আবার বিতরণ করার অধিকারও ব্যবহারকারীর থাকে। মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো যখন সফটওয়্যার বিক্রি করে টাকা বানায় সেখানে মুক্ত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর আয়ের উৎস সফটওয়্যার সম্পর্কিত বিভিন্ন সেবা বিক্রি।
মাইক্রোসফট দাবি করেছে, বিভিন্ন মুক্ত সফটওয়্যার মাইক্রোসফটের ২৩৫টি প্যাটেন্ট ভঙ্গ করেছে। এর মধ্যে লিনাক্স ভঙ্গ করেছে ৪২টি প্যাটেন্ট। ছবি নির্ভর (গ্রাফিক্যাল ইন্টারফেস) প্রোগ্রামগুলো ভঙ্গ করেছে ৬৫টি। ই-মেইল আদান-প্রদানের প্রোগ্রামগুলো ১৫টি ও অন্যান্য প্রোগ্রাম ৬৮টি প্যাটেন্ট ভঙ্গ করেছে।
মাইক্রোসফট দাবি করেছে, সান মাইক্রোসিস্টেমস সমর্থিত মুক্ত সফটওয়্যার ওপেন অফিস ৪৫টি প্যাটেন্ট ভঙ্গ করেছে। সান এ অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। মাইক্রোসফট এর আগে কয়েকটি মুক্ত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে। গত বছরের নভেম্বরে মাইক্রোসফট নভেলের বানানো লিনাক্স সুসি বিক্রি করতে এবং এটির ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলা না করতে রাজি হয়। যদিও মাইক্রোসফট দাবি করছিল, এই প্রোগ্রামটি তাদের প্যাটেন্ট লঙ্ঘন করছিল।
মাইক্রোসফটের মেধাসম্পদ (ইন্টেলেকচুয়াল প্রোপার্টি) ও লাইসেন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট হরাসিও গুটিয়েরেজ বলেন, ‘চাইলে বহু আগেই আদালতে যাওয়া যেত। কিন্তু আমরা তা না করারই সিদ্ধান্ত নিয়েছি। বরং আমরা চাই মুক্ত সফটওয়্যার যেন মাইক্রোসফট পণ্যের সঙ্গে খাপ খায়। মাইক্রোসফট তাই সমঝোতা করতে আগ্রহী।’
নভেলের সঙ্গে মাইক্রোসফটের চুক্তিতে মুক্ত সফটওয়্যার সম্প্রদায়ের অনেকেই খুশি হননি। তাঁরা মনে করেন, এটা মুক্ত সফটওয়্যারের জেনারেল পাবলিক লাইসেন্সকে (জিএনইউ) বাধাগ্রস্ত করেছে। জিএনইউয়ের পরবর্তী সংস্করণে তাই এ ধরনের চুক্তির ওপর নিষেধাজ্ঞা রাখা হবে।
আইবিএম, রেড হ্যাট ও অন্যান্য বড় প্রতিষ্ঠানের তহবিলে গঠিত ওপেন ইনোভেশন নেটওয়ার্ক (ওআইএন) পাল্টা দাবি করেছে মাইক্রোসফট উল্টো তাদের প্যাটেন্টই ভঙ্গ করেছে। বিশ্লেষকেরা বলছেন, মাইক্রোসফট যদি মুক্ত সফটওয়্যারগুলোর বিরুদ্ধে মামলা করা শুরু করে তবে বিশ্বজুড়ে বড় ধরনের প্যাটেন্ট যুদ্ধ শুরু হবে।
উৎসঃ প্রথম আলো