টপিকঃ আজ শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে পাচ ম্যাচের একদিনের সিরিজ
আজ দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা ষ্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে পাচ ম্যাচের একদিনের সিরিজ। এ পর্যন্ত ৪২ টি ম্যাচের মধ্যে বাংলাদেশ জিম্বাবুয়ে সমান সংখ্যক ম্যাচ জিতেচে,সিরিজ জিতার মধ্যে অবশ্য বাংলাদেশ ১টি বেশী জিতেছে। এখন আমমাদের আশা এই সিরিজটিতে যেন বাংলাদেশ অবশ্যই জিম্বাবুয়ে হো্যাইটোয়াশ করতে পারে। আসুন আমরা বিধাতার কাছে এই কামনাই করি।