Re: ছবির ধাঁধাঁ - ০৫
ঠিক আছে:
পার্থক্যসমূহ:
১.খরগোশের বাম কানের আকার
২.খরগোশের ডানদিকের গোঁফ
৩.খরগোশের বামহাতের বৃদ্ধাঙ্গুলি
৪.খরগোশের ডান হাতের তিনকোনা ফাক দিয়ে দেখা যাওয়া দৃশ্য
৫.রেঞ্জারের কোটের বোতাম
৬.রেঞ্জারের ডান হাতের পোশাকে দাগ
৭.উপরের প্রান্তে কাগজের ঝুল
৮.রেঞ্জারের বামপায়ের জুতার উপরে দেখা যাওয়া কোটের মাঝে উলম্ব ফাকা অংশের আকার
৯.বরফের উপরে জঙ্গলের প্রান্ত (খরগোশের চোখের সামনে)
১০.রেঞ্জারের বাম পায়ের বুটের আকার
৩ ১৮-০৬-২০০৭ ১৬:০০ সর্বশেষ সম্পাদনা করেছেন আমান (১৮-০৬-২০০৭ ১৬:০১)
Re: ছবির ধাঁধাঁ - ০৫
পার্থক্য:
১. পুলিসের পেটের বোতাম নাই
২. আর্ম ব্যাজ উল্টা
৩. কাগজের ওপরের ভাজ কম
৪. বানির বাম কান ছোট
৫. বানির লেজ দেখা যাচ্ছে না
৬. বানির বাম হাতের বুড়ো আঙ্গুল দেখা যাচ্ছে না( যে হাত দিয়ে গাজর ধরে আছে)
৭. ডান গালের গোফ দেখা যাচ্ছেনা বরফের উপরদিয়ে।
৮. পেছনের লম্বা দেবদারু গাছটা সোজা
৯. একই গাছের গোড়াটা বরফের সাথে স্মুথলী মিশে গেছে যা বাম ছবিতে নাই।
১০. ??? (পাচ্ছি না তো )
http://www.amanpages.com/
৪ ১৮-০৬-২০০৭ ১৬:০৪ সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (১৮-০৬-২০০৭ ১৬:০৬)
Re: ছবির ধাঁধাঁ - ০৫
নিচের ছবি দুটোতে দশটি সহজ পার্থক্য আছে। বের করুন দেখি।
http://www.forum.projanmo.com/uploads/70_diffe5.jpgবিঃ দ্রঃ ফোরামের সদস্যদের জন্য ধাঁধাঁটি বানিয়েছেন - মনিরুল হাসান
মনিরুল হাসান এবং ইশতিয়াক-দু'জন কে ধন্যবাদ;)
Re: ছবির ধাঁধাঁ - ০৫
অফটপিক
ইশতিয়াক লিখেছেন:নিচের ছবি দুটোতে দশটি সহজ পার্থক্য আছে। বের করুন দেখি।
http://www.forum.projanmo.com/uploads/70_diffe5.jpgবিঃ দ্রঃ ফোরামের সদস্যদের জন্য ধাঁধাঁটি বানিয়েছেন - মনিরুল হাসান
মনিরুল হাসান এবং ইশতিয়াক-দু'জন কে ধন্যবাদ;)
Re: ছবির ধাঁধাঁ - ০৫
পার্থক্যসমূহ:
১.মানুষটির ডান হাতের পোষাকের দাগ উপর নিচ
২.ডান ছবিতে মানুষটির ভুঁড়ির বোতামটি নেই
৩.মানুষটির হাতের চিঠি/কাগজটি বাম পাশের ছবিতে বেশী হেলানো
৪.ডান ছবিতে খরগোশের লেজ নেই
৫.ডান ছবিতে খরোগোশের কান ছোট
৬.ডান ছবিতে খরগোশের আংগুল নেই
৭.ডান ছবিতে খরগোশের গোঁফ নেই
Re: ছবির ধাঁধাঁ - ০৫
মনিরুল হাসান এবং ইশতিয়াক-দু'জন কে ধন্যবাদ;)
ধাঁধাঁর প্রতি আগ্রহের জন্যে বিপ্রকে মনিরুল হাসান ও ইশতিয়াক উভয়ের পক্ষ থেকে ধন্যবাদ।
Re: ছবির ধাঁধাঁ - ০৫
১.বানির বাম কান ছোট
২.বানির বাম হাতের আংগুল নেই
৩.বানির লেজ নেই
৪.বানির গোঁফ নেই
৫.পেছনের গাছ দুই ছবিতে দুই দিকে হেলানো
৬.এলমারের বুটের সাইজ
৭.এলমারের সূটের সাইজ
৮.এলমারের ডান হাতের 'ভি' চিহ্ণটি উল্টো দিকে
৯.এলমারের জামার মাঝখানে গোল বোতাম নেই
১০.এলমারের হাতের কাগজের দৈর্ঘ্য দুই ছবিতে দু'রকম
গাড়ি চাপা পড়ে সে।
Re: ছবির ধাঁধাঁ - ০৫
ধাঁধাঁর উত্তর -
১. খরগোশের বাম কানের আকার ছোট
২. খরগোশের ডানদিকের গোঁফ নেই
৩. খরগোশের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি নেই
৪. খরগোশের লেজ নেই
৫. রেঞ্জারের কোটের বোতাম নেই
৬. রেঞ্জারের ডান হাতের পোশাকে দাগ উল্টো
৭. কাগজের উপরের প্রান্তের আকার
৮. রেঞ্জারের বাম পায়ের জুতার দৈর্ঘ্য
৯. বরফের উপরে গাছের অবস্থান
১০. রেঞ্জারের কোটের বাম পাশের দৈর্ঘ্য ও অবস্থান
Re: ছবির ধাঁধাঁ - ০৫
আলহামদুলিল্লাহ, ফেল করিনাই, টেনেটুনে পাস করছি
http://www.amanpages.com/