টপিকঃ কতবার হয়?হয় কি?
একজন মানুষ কতবার প্রেমে পড়তে পারে?আচ্ছা কতবার কথাটা বাদ দেই।একবারের বেশি পড়তে পারে?আমার মতামত শুরুতেই দেই।পারে। একথা বলার পেছনে যথেষ্ঠ যুক্তি আছে আমার কাছে।যারা পড়েছেন তারা তাদের পড়ার কারণ গুলা শেয়ার করলেই পরিষ্কার হবে।আমি সারাজীবনে দেখলাম বেশির ভাগ মানুষ,বিশেষত মেয়েরা প্রথম প্রেমে ভুল করে।পরে পস্তালেও ছাড়তে পারে না,আবার কখনও ছাড়ার পরে পস্তাতে হয়।কারন তখন অনেক ছেলেই খুব বাজে কিছু প্রতিশোধের ব্যবস্থা করে ফেলে।যা হোক আমি বলতে চাইছি যা তা বলতে গিয়ে অন্য কথায় চলে গেলাম।আমরা যদি আমাদের দেখা,পাওয়া বিশ্বাসঘাতকতার গল্প গুলো যদি শেয়ার করি তাহলে হয়ত কেউ একই ভুল করবে না।আর কেউ এই নীচতাকে ঘৃণা করবে।