টপিকঃ এই মাসে আসতেছে দুটি নতুন অপারেটিং সিস্টেম
এই মাসের শেষ ১০ দিনে দুটি অপারেটিং সিস্টেম ফাইনাল রিলিজ হচ্ছে। একটি হচ্ছে উইন্ডোজ ৭ ও উবন্তু ৯.১০ ।
এই সপ্তাহের শেষেই আসতেছে (২২শে অক্টোবর,২০০৯) উইন্ডোজ ৭। দেখে তো ভালই মনে হচ্ছে ।
এর কিছু বিজ্ঞাপন(যা আমার কাছে ভাল লাগল) নিচে দেয়া হলঃ
http://www.youtube.com/watch?v=46BrgXXXzW8
http://www.youtube.com/watch?v=ssOq02DTTMU
http://www.youtube.com/watch?v=7MJxk6OBt3o
Windows 7 RTM Review
http://www.youtube.com/watch?v=2Ew4ce8E9vY
আর এই মাসের শেষে আসতেছে (২৯শে অক্টোবর,২০০৯) উবন্তু ৯.১০।
আর উবন্তু ৯.১০ বেটার review নিচে দেয়া হলঃ
Ubuntu 9.1 beta review
http://www.youtube.com/watch?v=p_Q3eHuC0MY
এর কোন বিজ্ঞাপন পেলাম না (ফ্রী বলেই কিনা )
[কিন্তু আমাদের জন্য দুটিই ফ্রী । কিন্তু ২০১৩ সালের পরে কিবে যানি না।]
VIRUS মুক্ত LINUX এর চেয়ে VIRUS আলা এক্সপি ভালো