দুইদিন আগে ই-পিসি(এটম N270+2GB) আর ডেক্সটপে(E7400+4GB+9600GSO) উইন্ডোজ ৭ এর বিল্ড ৭১০০ ইন্সটল করলাম। এর আগেও ইন্সটল করেছিলাম কিন্তু দুইদিন পরে বাদ দেই(এমনিই
)। 
উদ্দেশ্য এর স্পীডটা দেখা মাত্র!
ই-পিসিতে প্রায় ৭-৮ মাস আগের দেয়া এক্সপি এবং ২-২.৫ মাস আগের লিনাক্স মিন্ট(উইন্ডোজের ভেতর) ইন্সটল দেয়া ছিলো।
ডেক্সটপে অনেক আগে ভিসতা এবং লিনাক্স মিন্ট(উইন্ডোজের ভেতর) ছিলো।
ইপিসিটা আসলে একটা ডেক্সটপ থেকে কম না। এন্টি ভাইরাস সহ অনেক বড়বড় এপ্লিকেশন ইন্সটল দেয়া আছে এতে। তাই আগে থেকে অনেক স্লো হয়ে গেছে। তারই একটা নমুনা:

আর লিনাক্সে তেমন কিছু ইন্সটল দেয়া নাই। কাষ্টম এসিপিআই, ভিএলসি প্লেয়ার আর এই রকম দু-একটা এপ:। এ ছাড়াও কম্পিজ এনাবল করা(নরমাল)। তয় মাঝেমধ্যে অজান্তা মডেম/মোবাইল দিয়ে নেট ব্যবহার আর একটু আধটু গান-বাঝনা শুনার জন্য চালাই।
কারণ, একটাই সমস্যা এতে ব্যটারি ব্যকআপ মোটেই ভালো না।
এক্সপিতে ৫ ঘন্টা পেলে লিনাক্সে ২ ঘন্টারও কম। 
ডেক্সটপে, ভিস্তাতে এন্টি ভাইরাস এবং অনেক এপ: আর প্রচুর গেম উন্সটল করা। লিনাক্সে ঐ(ই-পিসি) রকম কিছু এপ: ছাড়াও কম্পিজ ডিসেবল করা(আমি এনভিডিয়া ড্রাইভার ইন্সটল করিনাই)।
এত কিছু বললাম এজন্যই, আমি সবগুলো ওএস এর বুট টাইম টেষ্ট করলাম। নীচে দেখেন:
ই-পিসি:
এক্সপি বুট হতে সময় নিলো ৫৪.৯ সেকেন্ড,
মিন্ট বুট হতে সময় নিলো ১ মিনিট: ৫১.২ সেকেন্ড,
সেটাপের পর শুধুই ড্রাইভার ইন্সটলের পর ৭ বুট হতে সময় নিলো ৪২.৩ সেকেন্ড,
অফিস, এ্যাডভ ফটো শপ, এবং আরো বেশ কয়েকটা এপ্লিকেশন ইন্সটলের পরে ৭ বুট হতে সময় নিলো ১ মিনিট ৯ সেকেন্ড!!
(জানিনা কেন ই-পিসিতে লিনাক্স বুট হতে এত সময় নেয়।
)
ডেক্সটপ:
ভিস্তা বুট হতে সময় নিলো ৪১.৯ সেকেন্ড,
মিন্ট বুট হতে সময় নিলো ৩৩.৪ সেকেন্ড,
সেটাপের পর শুধুই ড্রাইভার ইন্সটলের পর ৭ বুট হতে সময় নিলো ২৬.২ সেকেন্ড,
এন্টি ভাইরাস, বেশ কয়েকটা এপ্লিকেশন এবং গেম ইন্সটলের পরে ৭ বুট হতে সময় নিলো ৩২.৭ সেকেন্ড!!
তাছাড়া আমার পেনড্রাইভের রিড এবং রাইট স্পীড,
ভিস্তাতে ২০-২১ এমবি এবং ৫ এমবি,
উইন্ডোজ ৭ এ ২২ এমবি এবং ৬ এমবি,
লিনাক্সে ১৮ এমবি এবং ৭ এমবি।
আর আমার ৫০০ গিগার ওয়েষ্টার্ণ ডিজিটাল হার্ডডিক্সের রিড এবং রাইট স্পীড,
উইন্ডোজ ৭ এ ১০৯ এমবি এবং ৯৯ এমবি,

লিনাক্সে ৭০ এমবি এবং ৫৫ এমবি। 
আপডেট:
ভিস্তাতে ৯৫ এমবি এবং ৯২ এমবি,

এখন আরো কিছুদিন ব্যবহার করি, দেখি আর কেমন স্লো হয়। 
(উপরোক্ত টাইমার যতক্ষন কম্পিউটার সিপিউ উইজ করছিলো এবং কম্পিউটার কাজ করার উপযোগি হচ্ছিলোনা, ততক্ষনের। আর টেষ্ট গুলো আমি স্টপওয়াচ দিয়ে করেছি। অজান্তে একটু আধটু ভুল হতে পারে। তবে প্রতিটা টেষ্ট ৩ বার করে করেছি। প্রতিটা টেষ্টে ২-১ সেকেন্ডের তারতাম্য হয়েছে। এবং সবচেয়ে কম সময়ই আমি উল্লেখ করেছি।)
এই কমেন্ট নিয়া নতুন টপিক বানানো যায় কিনা? 