টপিকঃ বাংলা সার্চিং
বন্ধুরা
আমি একটা সমস্যায় পড়েছি। প্রজন্ম যেভাবে বাংলা সার্চ ইনঞ্জিন তৈরী করেছে সেভাবে গুগল দিয়ে আমি একটা সাইটের জন্যো একটা ইঞ্জিন তৈরী করেছি। কিন্তু তা দিয়ে বাংলা কোন টেক্সট সার্চ করতে পারছে না, কিন্তু ইংরেজী ঠিকই আসছে। সমস্যাটা কোথায় বলতে পারবে? আমার একটা খুব দরকার।
সমাধানের জন্য আগাম ধন্যবাদ দিয়ে রাখি।