টপিকঃ অনলাইন বাংলা বানান পরীক্ষক
জুয়েল ওসমান তৈরী করেছেন একটি অনলাইন বাংলা স্পেল চেকার। আপনারা দেখুন এবং উনাকে পরামর্শ দিন।
বিস্তারিত এখানে: http://jewelosman.wordpress.com/2007/06/04/bspell12/
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » অনলাইন বাংলা বানান পরীক্ষক
জুয়েল ওসমান তৈরী করেছেন একটি অনলাইন বাংলা স্পেল চেকার। আপনারা দেখুন এবং উনাকে পরামর্শ দিন।
বিস্তারিত এখানে: http://jewelosman.wordpress.com/2007/06/04/bspell12/
ভাল লাগল। আরো ভাল লাগল যে ওখানে ৩ টি সাইটের লিঙ্ক দেয়া আছে তা খুবই হেল্পফুল। এডমিন ভাই বলেছিলো এরকম একটা অনলাইন বাংলা স্পেল চেকার এর কথা। এখন তার কাজটা মনেহয় আরো সহজ হয়ে গেল।
এডমিন ভাই বলেছিলো এরকম একটা অনলাইন বাংলা স্পেল চেকার এর কথা। এখন তার কাজটা মনেহয় আরো সহজ হয়ে গেল।
জুয়েল ভাই যদি রাজি থাকেন তবে ওনারটাই তো ফোরামে ব্যবহার করা সম্ভব।
আমার আপত্তি নেই। ব্যবহার করতে পারেন।
টেক্সট বক্সটা ইমেজ আকারে দেয়া। কিছু লেখা যাচ্ছে না।
টেক্সট বক্সটা ইমেজ আকারে!!!!!???
এডিমিন ভাইকে অনুরোধ, এই লিঙ্কটাকে বা এই সফটওয়্যারটাকে কোনভাবে এই ফোরামের সাথে ট্যাগ করে দেয়া যায় না? যাতে আমরা লেখার সময় অটোকারেকশন হবে, অন্ততপক্ষে, বানান ভুল হলে বানানের নিচে দাগ দেখাবে। অনেকটা MS Word এর মতো। আর জুয়েল ভাইয়েরতো কোন আপত্তি নাই--তাতো তিনি বলেছেন। ধন্যবাদ।
স্ট্যান্ড আ্যলোন না হয়ে এটাকে যদি ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা যায় তাহলে অসম্ভব ভাল হয়। এক্সপার্ট প্রোগ্রামাররা কি বলেন? সম্ভব নাকি?
স্ট্যান্ড আ্যলোন না হয়ে এটাকে যদি ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা যায় তাহলে অসম্ভব ভাল হয়। এক্সপার্ট প্রোগ্রামাররা কি বলেন? সম্ভব নাকি?
তাহলে তো জব্বর হয়!
প্রকৃতিপ্রেমিক লিখেছেন:স্ট্যান্ড আ্যলোন না হয়ে এটাকে যদি ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা যায় তাহলে অসম্ভব ভাল হয়। এক্সপার্ট প্রোগ্রামাররা কি বলেন? সম্ভব নাকি?
তাহলে তো জব্বর হয়!
খাঠিঁ (খাটিঁ) কথা কইছেন শুভ্র ভাই। এক্কেবারে আমার মনের কথাঠা। আপনি কি জাদু জানেন নাকি???????
পাসওয়ার্ড কি?
বাংলা স্পেল চেকার ভার্শন ১.৩
http://jewelosman.wordpress.com/2007/06/11/bspell13/
বাংলা স্পেল চেকার ভার্শন ১.৩ তে দুটো বাগ ঠিক করা হয়েছে। “ন্ত” এবং “স্ত” দেখা যেত যথাক্রমে “নত্ম” এবং “সত্ম”। যেমন: “স্থানান্তর” দেখা যেত “স্থানানত্মর”, “বাস্তব” দেখা যেত “বাসত্মব”।
[img]http://forum.projanmo.com/uploads/thumbs/471_spell checker.jpg[/img]
এটা কী!
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » অনলাইন বাংলা বানান পরীক্ষক
০.০৮১৩১৬৯৪৭৯৩৭০১২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.২৮৭৬১৬৭৩৩৩২ টি কোয়েরী চলেছে