Re: উইন্ডোজের সবচেয়ে বড় শক্তিই যখন তার সবচেয়ে বড় দূর্বলতা!
সম্ভবত আমি যা বুঝাতে চেয়েছি, সেটা অনেকেই বুঝতে পারেননি।
১। লেখার উপরেই লেখা আছে এটা আমার নিজস্ব দৃষ্টিকোণ থেকে লেখা, তাই এই লেখাটাকে মহাভারত মনে করবার কোন কারন নাই, আর আমি কোন ডাকসাইটে লেখকও না। এখানে ভুল থাকতেই পারে, সেটাকে পয়েন্ট আউট করলেই হল। সেই জন্য চেচামেচি করে কাউকে চরমভাবে অপদস্থ করে চিহ্নিত কিছু চরিত্রের সাথে তুলনা করার কোন কারন দেখিনা।
২। আমি প্রোগ্রামার না, আর লেখার কোথাও বলিওনাই যে আমি হাতি-গন্ডার মারা প্রোগ্রামার। হালকা পাতলা প্রোগ্রাম জানা আর প্রোগ্রামিং করে জীবন চালানোর মধ্যে অনেক ফারাক। এই লেখাটা আমি লিখেছি একজন সাধারন ব্যবহারকারি হিসেবে।
৩। আমি কাউকে কম্পিউটিংয়ে পন্ডিত হতে বলিনি। বলিনি যে রাতদিন বসে বিশাল বিশাল এলগরিদম বুঝতে হবে। আমি বলিনি যে সবাইকে চুল ছিড়ে ছিড়ে প্রোগ্রামিং শিখতে হবে। আমি বলেছি সামান্যতম জ্ঞান ডেভেলপ করার কথা, যে জ্ঞান একজনকে বুঝাতে সাহায্য করবে কোনটা ভাইরাস আর কোনটা ভাইরাস না। যে জ্ঞান বলবে যে আইই ই একমাত্র ব্রাউজার না। অন্তত যে যন্ত্রটা ব্যবহার করছে সেটা সম্পর্কে চোখ কান খোলা রাখা - এরাই বুঝদার। আমি বুঝদার আর অবুঝদারকে তাই অনেক ফান্ডামেন্টাল লেভেলেই ভাগ করেছি। তাই ডিফ্যাগমমেন্ট না করা বা অকাজে ডেস্কটপে অনেক আইকন রেখে দেয়া কিংবা চেইন মেল ফরোয়ার্ড যারা করে তারাই আমার এনালাইসিসের অবুঝ ইউজার; পৃথিবীতে বিভিন্ন সফটওয়্যার কোম্পানী, বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ উইন্ডোজ এবং উইন্ডোজ বেজড ডেভেলপাররা নয়!
৪। আমি মোটেও সহজ ইউআইয়ের বদনাম করিনি। আমি বুঝাতে চেয়েছি, ইউজারকে ইউআই এর চেয়ে ফাংশনালিটির উপর গুরুত্ব দিতে হবে। রাস্তায় এসি ক্যাবে করে জ্যামে আটকা পড়ার চেয়ে রিকশা করে গলি ঘুপচি দিয়ে যদি গন্তব্যস্থলে আগে পৌছানো যায় তাহলে কি আমি রিকশা ব্যবহার করবনা? নাকি রিকশায় অভ্যাস নাই দেখে ক্যাবে বসে ঘন্টার পর ঘন্টা জ্যামে কাটিয়ে দেব? দুটাই তো বাহন, অভ্যাস করাটা কি খুব কঠিন! এতে যে সময় বেচে যাচ্ছে এটা যে জানেনা তাকে বলাটা কি অপরাধ হয়ে গেল নাকি?
৫। অবুঝদেরকে খাটো করে কিছু লিখিনি। আমি শুধু বলেছি অবুঝদেরকে বুঝদার করা অথবা অবুঝ ইউজার কমিয়ে বুঝদার ইউজার বাড়ানোর কথা। কথাটাতো ঘুরিয়ে ফিরিয়ে একই! কোথাও কি বলেছি যে অবুঝ হয়ে তারা পাপ করেছে?
৬। যেহেতু জননন্দিত কোন কথাশিল্পী না সেহেতু হয়তো মনের ভাব ঠিক মত প্রকাশ করতে পারিনা, ফলে আমার লেখা অখাদ্য হবে সেটাই স্বাভাবিক! সেটা আমি নিজেও জানি। কিন্তু যেটা জানতামনা সেটা হল যে লেখা অখাদ্য হলেই রূঢ় ভাষায় অপমানিত হতে হবে।
কাউকে কষ্ট দিয়ে থাকলে দু:খিত। ভালো থাকবেন সবাই।