প্রজন্মে একটা flashchat রমের আকাঙ্খা করছিলাম
ফ্লাশচ্যাট চাইলেই দেয়া যায়! কিন্তু সমস্যা হল, ফ্লাশ তো এখনো ইউনিকোড সমর্থন করে না। তাই ফোরামের লগিন নামের সাথে ইন্টিগ্রেশন সম্ভব নয়।
কোডার ভাই চ্যাট রোমে এবং ফোরামে কতজন ইউজার আছে তার স্টাটাস টুলবারে দেখা গেলে সুবিধা হত। smile
প্রজন্মের ইতিহাসে চ্যাটরুম টা কখনই তেমন সফল হয়নি। প্রথম কয়েকদিন জমলেও পরে আর জমে না। সেজন্যই ওটা নিয়ে বেশি খাটতে ইচ্ছে হয় না।
আর ক্লিক করলেই তো উইন্ডো টা আসছে, সেখান থেকেই তো দেখা যায় কে কে আছে।
অন্যদের ধন্যবাদ। সমস্যাগুলো সমাধান করা হবে।
নতুন কোন টুলের জন্য পরামর্শ দিন। কারও কোন কার্যকর সাইট থাকলে এখানে ইন্টিগ্রেশনের জন্যও বলতে পারেন। প্রয়োজনীয় মনে করলে যুক্ত করার চেষ্টা করব।
[img]http://twitstamp.com/thehungrycoder/standard.png[/img]
what to do?