টপিকঃ প্রজন্ম টুলবার
ভাল নাম পেলাম না!
আপনার ফোরাম পেজের নিচের দিকে একটা টুলবার দেখবেন! এর মাধ্যমে বেশ কিছু কাজ দ্রুততার সাথে করতে পারবেন! যেমন, স্ট্যাটাস আপডেট, ডিকশনারি দেখা! গুগল সার্চ, ফোরামে সার্চ! ইংলিশ প্যাড নামক আরেকটি টুল আছে যার ফলে বাংলা লেখার সময় ইংরেজি লিখতে সুবিধা হবে! এছাড়াও লেআউট পরিবর্তন করতে পারবেন অনেক সহজে! আগে যেসব জায়গায় বাংলা লেখা যেত না এরকম অনেক জায়গায়ই এখন তা লেখা যাবে!
বাম পাশের বাটনগুলো হল:
১. চ্যাট
২. রেডিও গুগগুন
৩. স্টক মার্কেট (লেআউট টা ঠিক নাই)
৪. হকার
সব সমস্যা দূর করে একবারেই আপলোড করার প্ল্যান ছিল! কিন্তু তাতে বেশি দেরি হয়ে যাচ্ছে! আপাতত টেস্টিং এর জন্য দিলাম! আপনাদের গুতা খাইলে হয়তো দ্রুত সমাধাণ করতে পারব! স্টাইল জনিত সমস্যা থাকতে পারে! তবে ফায়ারফক্স, ক্রোম এ দেখলাম মোটামুটি ঠিক আছে! আইই নাই, তাই দেখতে পারিনি!
এই টুলবারের ফলে দেখা গেছে কিছু টপিক ওপেন হচ্ছে না! এরকম সমস্যা হলে বিস্তারিত জানাবেন!
নতুন কোন টুল সম্পর্কে আইডিয়া থাকলে বলতে ভুলবেন না! তবে বিবিস সংবাদের বাটন দেয়া হবে শীঘ্রই!