টপিকঃ প্রজন্ম টুলবার

ভাল নাম পেলাম না!

আপনার ফোরাম পেজের নিচের দিকে একটা টুলবার দেখবেন! এর মাধ্যমে বেশ কিছু কাজ দ্রুততার সাথে করতে পারবেন! যেমন, স্ট্যাটাস আপডেট, ডিকশনারি দেখা! গুগল সার্চ, ফোরামে সার্চ! ইংলিশ প্যাড নামক আরেকটি টুল আছে যার ফলে বাংলা লেখার সময় ইংরেজি লিখতে সুবিধা হবে! এছাড়াও লেআউট পরিবর্তন করতে পারবেন অনেক সহজে! আগে যেসব জায়গায় বাংলা লেখা যেত না এরকম অনেক জায়গায়ই এখন তা লেখা যাবে!

বাম পাশের বাটনগুলো হল:
১. চ্যাট
২. রেডিও গুগগুন
৩. স্টক মার্কেট (লেআউট টা ঠিক নাই)
৪. হকার

সব সমস্যা দূর করে একবারেই আপলোড করার প্ল্যান ছিল! কিন্তু তাতে বেশি দেরি হয়ে যাচ্ছে! আপাতত টেস্টিং এর জন্য দিলাম! আপনাদের গুতা খাইলে হয়তো দ্রুত সমাধাণ করতে পারব! স্টাইল জনিত সমস্যা থাকতে পারে! তবে ফায়ারফক্স, ক্রোম এ দেখলাম মোটামুটি ঠিক আছে! আইই নাই, তাই দেখতে পারিনি!

এই টুলবারের ফলে দেখা গেছে কিছু টপিক ওপেন হচ্ছে না! এরকম সমস্যা হলে বিস্তারিত জানাবেন!

নতুন কোন টুল সম্পর্কে আইডিয়া থাকলে বলতে ভুলবেন না! তবে বিবিস সংবাদের বাটন দেয়া হবে শীঘ্রই!

Re: প্রজন্ম টুলবার

ধন্যবাদ। অয়ন ভাই আমি এটার কথাই বলতে চেয়েছিলাম। একটা ছবিও তুলেছিলাম ফোরামে দেয়ার জন্য। কিন্তু তার আগেই কোডার ভাই পোষ্ট করে ফেললেন।

Re: প্রজন্ম টুলবার

দেখলাম।এই টুলবার নিজের ইচ্ছামত পুরোপুরি সরিয়ে দেয়ার বা কিছু ফিচার যেমন : হকার বাদ দেয়ার কোন সিস্টেম নাই?

Re: প্রজন্ম টুলবার

দারুন। বিশেষ করে ডিকশনারিটা। বেশ কাজের। ধন্যবাদ। হাঙ্গরিকোডার ভাই। thumbs_up

Re: প্রজন্ম টুলবার

Oxygen ছাড়া SilverLight/Technature স্টাইলে কাজ করছেনা। sad

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফ দি বস ৭ (০৯-০৯-২০০৯ ১৭:২৪)

Re: প্রজন্ম টুলবার

সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (০৯-০৯-২০০৯ ১৭:১৯)

Re: প্রজন্ম টুলবার

সমস্যা সমাধান করে হলে অন্য থিমেও আসবে! কালারও হয়তো থিম অনুয়ায়ী হবে!

ডিকশনারি বক্সে বাংলা শব্দ দিলে ইংরেজি অর্থ পাবেন আর ইংরেজি শব্দ দিলে বাংলা অর্থ পাবেন!

আর স্ট্যাটাস টুইটার ও ফেসবুকে আপডেট করা যাবে!

প্রোফাইল->সেটিংস এ গিয়ে টুইটাই একাউন্ট অথোরাইজ করুন!

ফেসবুকের লাস্ট আপডেট নিজেরই মনে নাই! তবে অনলাইন মোডে কাজ করবে (অর্থ্যাৎ আপনি যতক্ষণ ফেসবুকে লগিন আছেন)! অফলাইন মোডে করবে কিনা মনে নেই! না হলেও শীঘ্রই সেটা ফিক্স হয়ে যাবে!

এরপর ফোরামের স্ট্যাটাস আপডেটের সাথে সাথে তা ফেসবুকে ও টুইটারে চলে যাবে!

Re: প্রজন্ম টুলবার

কোডার ভাই আপনাকে ধন্যবাদ।
প্রজন্মে একটা চ্যাট রোমের আকাঙ্খা করছিলাম। smile

You came a long way to find something that isn't out here. Don't you see? It's not about you. It's about them.

Re: প্রজন্ম টুলবার

আমার স্ট্যাটাস আপডেট করার করলাম। কিন্তু লেখার সময় বড় বেশী স্লো মনে হল। আমার পিসিতে কি সমস্যা? গান চলতে চলতে মাঝে মাঝে থেমে যাচ্ছে।

১০

Re: প্রজন্ম টুলবার

CODER ভাই.. আরো একটা জিনিস.. সেহরী ও ইফতার এই থীমে আছে.. কিন্তু আমাদের থীমটাই নাই!!

১১

Re: প্রজন্ম টুলবার

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: প্রজন্ম টুলবার

thumbs_up কোডার ভাই আপনাকে ধন্যবাদ জটিল একটা জিনিস দেওয়ার জন্য। thinking তবে যদি  কিছুটা কাস্টমাইজ করার অপশন যেমন অটো হাইড,এরেঞ্জ ইত্যাদি দেয়া যায় তাহলে আরো ভালো হয়।

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১৩

Re: প্রজন্ম টুলবার

প্রজন্মে একটা  flashchat  রমের আকাঙ্খা করছিলাম,,,,

বেশি করে গাছ লাগাই + একটা গাছ কাটলে ১০টা গাছ লাগাই- আসুন আমরা সবাই পরিবেশ বাঁচাই ।

১৪

Re: প্রজন্ম টুলবার

ব্যাপার টা কি meebo.com এ account খুললাম কিন্তু ফোরামের রোম থেকে কাজ হচ্ছে না। thinking

You came a long way to find something that isn't out here. Don't you see? It's not about you. It's about them.

১৫

Re: প্রজন্ম টুলবার

১৬

Re: প্রজন্ম টুলবার

দারুন হয়েছে।  thumbs_up ধন্যবাদ কোডার ভাই।

রুমেল'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৭

Re: প্রজন্ম টুলবার

ধন্যবাদ সুন্দর হয়েছে।

১৮

Re: প্রজন্ম টুলবার

১৯

Re: প্রজন্ম টুলবার

আসলেই দারুন হইছে। তবে ডিকশনারী এবং চ্যাট অপশানটি বেশ ভালো লাগবে আশা করি।

২০

Re: প্রজন্ম টুলবার

ইউজার কাস্টোমাইজেবল করা যাবে? মানে ধরুন আমি কোন অপশন (যেমন স্টক মার্কেট) সরাতে চাইছি, কিভাবে সম্ভব সেটা?

আর কিবোর্ড শর্টকাট কি আছে? লেখার মধ্যে বার বার মাউস টানাটানি ভাল লাগেনা।

আর দুইটা সার্চ অপশন কি আদৌ দরকার? একটা থাকলেই তো মনে হয় ঠিক হয়!