coreattire লিখেছেন:অভিযাত্রিক লিখেছেন:আপনি সাদাত হাসান হতে পারেন না
কারণ এটা ফটোশপের কাজ
মিথ্যাবাজ
আমি সাদাত হাসান এ কথা কখন বলেছি? এটা তো আমার কম্পিউটার থেকে তার নামের screenshot টা দেখানো হয়েছে, যেখানে লাল আর সবুজ রংয়ের কোন আইকন নেই তা দেখাবার জন্য।
ফটোশপের কাজ ভালো জানেন দেখছি। 
2 minutes and 38 seconds after:
সাদাত হাসান লিখেছেন:@ অভিযাত্রিক আপনি কি বোঝাতে চাচ্ছেন তা ক্লিয়ার করে বলেন।

আপনাকে কিছুই বলছি না।
আমি শুধু এটুকু বোঝাতে চাচ্ছি coreattire ফটোশপে ছবি থেকে সম্মাননা মিশিয়েছে।
সে সবাইকে তার মত দূর্বল মস্তিষ্কের মানুষ মনে করে। 
You came a long way to find something that isn't out here. Don't you see? It's not about you. It's about them.