Re: সম্মাননা সিস্টেম আবার চালু হল
Koydin age ami chinta kortesilam je ami i extension ta banabo naki. Jak ar banate holo na
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » সম্মাননা সিস্টেম আবার চালু হল
Koydin age ami chinta kortesilam je ami i extension ta banabo naki. Jak ar banate holo na
দীর্ঘদিন পর সম্মাননা ফিচারটি আবার চালু করা হল! তবে এখনো অনেক পরীক্ষা-নিরীক্ষা ও সংশোধনীর প্রয়োজন হতে পারে! বেটা সংস্করণ হিসেবে চালু করা হল!
আপাতত বাংলা লেখা যাবে না! বাংলা সিস্টেমটি সম্পূর্ণ নতুন করে সাজানো হচ্ছে! সম্পন্ন হলে এখানেও তা কার্যকর হবে! আপাতত বার্তা বক্সে বাংলা লিখে তা রেপুটেশনের কারণের জায়গায় লিখুন!
অন্যদিকে গতকাল থেকে পুল সিস্টেমটিও সদস্যদের জন্য উম্মুক্ত করা হয়েছে!
ধন্যবাদ।
আমি কেহকে সম্মাননা দিতে চাচ্ছি পেজ ১ এর নিদেশিত "সম্মাননা" স্থানে ক্লিক করার পর আসে পেজ ২ - তবে আমি কিভাবে সম্মাননা দিব?
হাঙ্গরিকোডার লিখেছেন:দীর্ঘদিন পর সম্মাননা ফিচারটি আবার চালু করা হল! তবে এখনো অনেক পরীক্ষা-নিরীক্ষা ও সংশোধনীর প্রয়োজন হতে পারে! বেটা সংস্করণ হিসেবে চালু করা হল!
আপাতত বাংলা লেখা যাবে না! বাংলা সিস্টেমটি সম্পূর্ণ নতুন করে সাজানো হচ্ছে! সম্পন্ন হলে এখানেও তা কার্যকর হবে! আপাতত বার্তা বক্সে বাংলা লিখে তা রেপুটেশনের কারণের জায়গায় লিখুন!
অন্যদিকে গতকাল থেকে পুল সিস্টেমটিও সদস্যদের জন্য উম্মুক্ত করা হয়েছে!
ধন্যবাদ।
আমি কেহকে সম্মাননা দিতে চাচ্ছি পেজ ১ এর নিদেশিত "সম্মাননা" স্থানে ক্লিক করার পর আসে পেজ ২ - তবে আমি কিভাবে সম্মাননা দিব?
আচ্ছা ভাই আপনার পিসি থেকে এই টপিকের একটা স্ক্রীণশট দেন তো। তারপর বুঝিয়ে দিচ্ছি।
আচ্ছা কোন দরদী ভাই কি আছেন যিনি একে সম্মাননা কিভাবে দিতে হয় তা দেখাতে সাহায্য করবেন।
[img]C:\Documents and Settings\User\Desktop\Page-1.JPG[/img] আগে দেখতাম ছবি সংযোগ করুন লিখা থাকতো - এখন দেখছি না, কিভাবে ছবি সংযোগ করবো?
আমার পেইজে কোন লাল বা সবুজ আইকনদ্বয় নেই
coreattire ভাই এবার বুঝতে পেরেছেন?
আমার পেইজে কোন লাল বা সবুজ আইকনদ্বয় নেই
আরে মিয়া আপনার নিজের সম্মাননা কি আপনি নিজে দেবেন।
আমার পেইজে কোন লাল বা সবুজ আইকনদ্বয় নেই
হায়! হায়!! কয় কি? ফোরামের কোন সদস্যের প্রোফাইলের সাথে লাল বা সবুজ আইকন নাই? স্ক্রীণশট দেয়ার কথা বলেছিলাম। কিন্তু ভাই আপনি তো নিজের কম্পিউটারের ফোল্ডার দেখাচ্ছেন। ওটা তো আমরা দেখতে পারব না। আপনি কোন ইমেজহোস্টে আপনার ইমেজ আপলোড করে তারপর ফোরামে দিন।
http://imageshack.us/ এমনই একটি ভাল সাইট।
@coreattire ভাই জান কি এখনও বুঝতে পারেননি? আপনার নিজের সম্মাননা নিজে কিভাবে দেবেন? আপনি ফোরামে অন্য কাউকে + অথবা - সম্মাননা দিতে পারবেন আপনার নিজেকে না।
http://a.imagehost.org/0562/Page-1.jpg ,
http://a.imagehost.org/0718/Page-2.jpg,দেখুন আমার কম্পিউটারে আমি এভাবে দেখছি
coreattire লিখেছেন:আমার পেইজে কোন লাল বা সবুজ আইকনদ্বয় নেই
হায়! হায়!! কয় কি? ফোরামের কোন সদস্যের প্রোফাইলের সাথে লাল বা সবুজ আইকন নাই?
স্ক্রীণশট দেয়ার কথা বলেছিলাম।
http://a.imagehost.org/0767/Page-3.jpg এটা দেখলেই বুঝবেন.........তবে কি আমার কম্পিউটারে সম্মাননার ব্যাবস্থা নেই?
দক্ষিণের-মাহবুব লিখেছেন:হায়! হায়!! কয় কি? ফোরামের কোন সদস্যের প্রোফাইলের সাথে লাল বা সবুজ আইকন নাই?
স্ক্রীণশট দেয়ার কথা বলেছিলাম।
http://a.imagehost.org/0767/Page-3.jpg এটা দেখলেই বুঝবেন.........তবে কি আমার কম্পিউটারে সম্মাননার ব্যাবস্থা নেই?
তো আপনি সাদাত হাসান। একটু আমার নামের screenshot টা দেন দেখি
তো আপনি সাদাত হাসান। একটু আমার নামের screenshot টা দেন দেখি
ঠিক বুঝতে পারলাম না।
coreattire লিখেছেন:http://a.imagehost.org/0767/Page-3.jpg এটা দেখলেই বুঝবেন.........তবে কি আমার কম্পিউটারে সম্মাননার ব্যাবস্থা নেই?
তো আপনি সাদাত হাসান। একটু আমার নামের screenshot টা দেন দেখি
http://a.imagehost.org/0282/untitled_17.jpg
আমি দু:খিত সাদাত
coreattire কে বলছি
আপনে ফটোশপের কাজ ভালো জানেন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » সম্মাননা সিস্টেম আবার চালু হল
০.০৮৬৯৯৭৯৮৫৮৩৯৮৪৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৬৬৬৩১১৬৭২৩৬৭ টি কোয়েরী চলেছে