টপিকঃ বিপরীত
কোন কষ্টই নেই
হে বাঙালি, কোন কষ্টই নেই আমার
এতটুকুও ভালো- না বাসলে আমায়
শুধু বঞ্চিত কোরোনা---
হে বাঙালি, শুধু বঞ্চিত কোরো না
সুযোগ হতে, শুধু তোমাকে ভালোবাসার।
শোন বাঙালি, সুখি হই লাল ঠোঁট দেখে
তাই পান তুলে দিই তোমার মুখে;
হে বাঙালি, পরের পর্বে তোমার থেকে
সিগারেট পাবার জন্য নয়---
হে বাঙালি, সিগারেটের জন্য নয়।
নষ্ট কোরো না আমার ভাললাগা
হে বাঙালি, নষ্ট কোরো না---
তথাকথিত ইচ্ছাবিরুদ্ধ তুচ্ছ ধন্যবাদে।
শঙ্কিত হই হে বাঙালি, শঙ্কিত হই
তোমার আচরণে---
দেখি, ছুটে আসছে পানপিক
--এইদিকে, আমারই সাদাগায়ে।
--------------------------------