টপিকঃ এনাবল ফোল্ডার অপশন
অনেক সময় ভাইরাসের কারণে ফোল্ডার অপশন ডিসাবল হয়ে যায়। রেজিষ্ট্রি এডিট করে ফোল্ডার অপশন আনা যায়। খুব সহজ পদ্ধতি। নোটপ্যাডে নিচের কোডটি পেস্ট করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"NoFolderOptions"=dword:0000000[HKEY_CURRENT_USER\Software\Policies\Microsoft\Internet Explorer\Restrictions]
"NoBrowserOptions"=dword:0000000
সেভ করুন। সেভ করার সময় ফাইলের নাম দিন folderoptions.reg। এবার ফাইলের উপর ডাবল ক্লীক করুন। ইয়েস বাটনে ক্লীক করুন। ব্যাস এনাবল হয়ে গেল ফোল্ডার অপশন। যদি ফোল্ডার অপশন ডিসেবল করতে চান তবে শেষের একটি ভ্যালু ০ এর যায়গায় ১ করে দিন।
রক্তের গ্রুপ: B(-)