টপিকঃ খুবই মজার ছোট্ট গেম--যদি চ্যালেন্জ গ্রহণ করতে চান তবে খেলে দেখুন--কতক্ষণ টিকে থাকতে পারেন!!!
আমি আজ একটা খুবই মজার ছোট্ট গেমের কথা লিখব।
যদি আপনি সত্যি চ্যালেন্জ গ্রহণ করতে চান তবে এখানে গিয়ে খেলে দেখুন গেমটা--দেখা যাক আপনি কতক্ষণ টিকে থাকতে পারেন!!!
গেমটিতে আপনাকে একটা লাল স্কোয়ারকে মাউস দিয়ে চেপে ধরে এমনভাবে সরাতে হবে যেন তা দেয়ালের গায়ে লেগে না যায় বা বাকি চারটা দ্রুত চলমান নীল স্কোয়ারের সাথে ধাক্কা লেগে না যায়।লাগলে গেম ওভার।যতক্ষণ টিকে থাকবেন তা দেখাবে।যদি ১৮ সেকেন্ড এভাবে টিকে থাকতে পারেন তবে আপনি জিতে গেলেন ।আমি মাত্র ১০ সেকেন্ড টিকেছি:rolleyes:। গেমটি খেলে আপনি কতক্ষণ টিকেছেন তা জানান...