টপিকঃ বেসরকারী প্রভাষক নিবন্ধন ২০০৯ পরীক্ষা কবে হবে?
কেউ কি বলতে পারেন NTRCA'র অধীনে বেসরকারী প্রভাষকন নিবন্ধন পরীক্ষা ২০০৯ কবে অনুষ্ঠিত হবে? আমার এক বন্ধুর কাছে শুনলাম দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিবন্ধন পরীক্ষার সময়সূচী দিয়েছে। কিন্তু গত কয়েকদিনের পত্রিকায় এ সংক্রান্ত কিছুই দেখতে পেলাম না। বুঝতে পারছি না -- এটা কি গুজব না সত্যি??? (নাকি আমার চোখ খারাপ হয়ে গেল! )