টপিকঃ হাবিবুল বাশার এর প্রতিক্রিয়া
হাবিবুল বাশার মংগলবার দিন বলেছেন "Certainly I was a bit disappointed and surprised after learning the news that I have lost my Test captaincy"
যে কিনা রান করতে পারে না তাকে যে দলে দয়া করে রেখেছে তাই তো ভালো।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » হাবিবুল বাশার এর প্রতিক্রিয়া
হাবিবুল বাশার মংগলবার দিন বলেছেন "Certainly I was a bit disappointed and surprised after learning the news that I have lost my Test captaincy"
যে কিনা রান করতে পারে না তাকে যে দলে দয়া করে রেখেছে তাই তো ভালো।
রানের সাথে সাথে যে বিষয়টা আরো বেশী জরুরি তা হলো ক্যাপ্টেন হিসেবে তার দূর্বলতা, উদ্বুদ্ধকরণে ব্যর্থতা এবং উদ্দ্যোগহীনতা।
সুমন দেশের সবচেয়ে সফল অধিনায়ক...। কিন্তু তার সাম্প্রতিক কিছু ভুল সিদ্ধান্ত এবং বাজে পারফরম্যান্সের কারনে তাকে বাদ দেয়া ঠিকই আছে,এতে তার অবাক হবার মতো কিছু নেই।তবে মানুষ ভুল করে আর খারাপ সময় তো যে কারো যে কোন সময়েই আসতে পারে।
আশা করি,খুব শিঘ্রই আবার ফর্মে আসবেন আমাদের এই সদ্য সাবেক অধিনায়ক(y)
আমাদের এখন রানিং বিটউইন দা উইকেট ঠিক করতে হবে। যেখানে ৩ রানে আসে সেখানে ১ বা দুই রান নিলে আমরা উন্নতি করতে পারবো না
আমাদের এখন রানিং বিটউইন দা উইকেট ঠিক করতে হবে। যেখানে ৩ রানে আসে সেখানে ১ বা দুই রান নিলে আমরা উন্নতি করতে পারবো না
অফটপিকঃ
যা......হ। হল কিছু ???
<অফটিপক>
শুনেছি ভারতের একটি টেলিভিশন চ্যানেল "শ্রেষ্ঠ বাংঙ্গালী পুরস্কারের" জন্য হাবিবুল বাশারকে মনোনীত করেছেন। এর চেছে বড় পাওয়া তার আর কী হতে পারে।
থুক্কু...... ভুল হইয়া গেসে। উনি মনোনীত হয়েছিলেন শুধু।
ভারতে গিয়ে বাংলাদেশের কেউ কি কোনো ভালো পুরষ্কার পেয়েছে?
আমি জেনেছি মনোনীত হয়েছেন- পুরস্কার পেয়েছেন একথাতো শুনিনি।
মাশরাফিকে অধিনায়ক করা উচিত ছিল।কিন্তূ নাফিস is the best but সে ফ্রমে নেই।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » হাবিবুল বাশার এর প্রতিক্রিয়া
০.০৫৪১২৫০৭০৫৭১৮৯৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৮.৬২৩৫৮৪৪৫৪০২৮ টি কোয়েরী চলেছে