টপিকঃ বাংলাদেশের ওয়ানডে সিরিজ বিজয়
অধিনায়ক শাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে দিত্বীয় ওয়ানডেতে তিন উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল বাংলাদেশ। স্কোরকার্ড
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশের ওয়ানডে সিরিজ বিজয়
অধিনায়ক শাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে দিত্বীয় ওয়ানডেতে তিন উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল বাংলাদেশ। স্কোরকার্ড
সাকিব বেশ খেলেছে। এক ওভারে ১৯ রান নিয়েছে। ঠিক যেই সময় দরকার ছিল।
ঘটনাটা কি........বাংলাদেশের কি হইছে......এত্তো ভাল খেলতাছে ক্যান.......। আর আশরাফুল গাধাটাও তো দেখি পর পর দুটি ফিফটি মারলো। এমনতো হওয়ার কথা না, আমি ওর ১ম ফিফটির পরে চিন্তা করেছিলাম আগামী এক বছরে ও আর রান করতে পারবেনা।
ঘটনাটা কি........বাংলাদেশের কি হইছে......এত্তো ভাল খেলতাছে ক্যান.......। আর আশরাফুল গাধাটাও তো দেখি পর পর দুটি ফিফটি মারলো। এমনতো হওয়ার কথা না, আমি ওর ১ম ফিফটির পরে চিন্তা করেছিলাম আগামী এক বছরে ও আর রান করতে পারবেনা।
এমন ধারাবাহিকতা দেখাইলে বাংলাদেশের খেলা দেখুমনা
আমি তো মনে করছিলাম আশার ফুল আজকে গোল্ডেন মারবে!!
যাক শাকিব একখান বস প্লেয়ার!!!
সিরিজ তাইলে জিতেই গেলাম!!!
আবারও অভিনন্দন।
আমগো পুচকি পুচকি বিলাই না না এবার বাঘেরই বাচ্চা তাগো অভিনন্দন।
আমার ফার্মের তরফ থেকে তাদেরকে এগারোটা বড় বড় মোরগ আর এগারোশ ডিম পুরুস্কার। বিসিবি রে কেউ খবর দ্যন, পুরুস্কার বুঝে নেওয়ার জন্য ্যেন প্রতিনিধি পাঠায়।
ঘটনাটা কি........বাংলাদেশের কি হইছে......এত্তো ভাল খেলতাছে ক্যান.......। আর আশরাফুল গাধাটাও তো দেখি পর পর দুটি ফিফটি মারলো। এমনতো হওয়ার কথা না, আমি ওর ১ম ফিফটির পরে চিন্তা করেছিলাম আগামী এক বছরে ও আর রান করতে পারবেনা।
প্রতিপক্ষও তো বেশ শক্তিশালি ছিলো।
যাহোক, বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন।
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রান ঢালা অভিন্দন ।
এখন ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের আশা !
সাবাশ বাংলাদেশ ক্রিকেট দল !
শুভ কামনা ৩য় ওয়ানডে এবং টুয়েন্টি২০'র জন্য ।
আসলেই হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট দলের এমন পরিবর্তন কি করে হলো?
এরা কি দিন বদলের পালা শুরু করেছে নাকি!
আসলেই হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট দলের এমন পরিবর্তন কি করে হলো?
প্রশ্নটা একটু অন্যভাবে করলে কেমন হয়?
"হঠাৎ করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের এমন পরিবর্তন হল কি করে?", কোন পরিচিত বোলার বা ব্যাটসম্যানকেই দেখছি না।
দত্ত লিখেছেন:আসলেই হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট দলের এমন পরিবর্তন কি করে হলো?
প্রশ্নটা একটু অন্যভাবে করলে কেমন হয়?
"হঠাৎ করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের এমন পরিবর্তন হল কি করে?", কোন পরিচিত বোলার বা ব্যাটসম্যানকেই দেখছি না।
ধৈর্য ধরুন...আশা করি আজকেই কাল্লুমামা (ক্রিস গেইল) সহ তার সব গুণ্ডাপাণ্ডাদের দেখতে পাবেন!!
ধৈর্য ধরুন...আশা করি আজকেই কাল্লুমামা (ক্রিস গেইল) সহ তার সব গুণ্ডাপাণ্ডাদের দেখতে পাবেন!!
তৃতীয় ওয়ানডে এবং টোয়েন্টি টোয়েন্টির জন্য ওয়েস্ট ইন্ডিজ দল অপরিবর্তিত। ইনজুরির জন্য বাদ পড়েছেন ফাস্ট বোলার নেলসল প্যাসকেল।
সূত্র: ক্রিকইনফো
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশের ওয়ানডে সিরিজ বিজয়
০.২৫৪২৭১০৩০৪২৬০৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ২৯.৩২৭৩৭৯৬৪৭২৫৪ টি কোয়েরী চলেছে