টপিকঃ অস্ট্রেলিয়ার পারফরমেন্স এবং বিশ্বকাপ
আমি ক্রিকেট খেলা বুঝি যতদিন ধরে, ততদিন ধরেই অস্ট্রেলিয়ার সাপোর্টার......
গত 12 বছর ধরে অস্ট্রেলিয়া আমাকে হতাশ করে নাই, কিন্তু সাম্প্রতিক্ কালে ওরা যা খেলা দেখাইতেছে তা আতংকজনক, সামনেই বিশ্বকাপ....... তীরে এসে তরীর তলায় ফুটা পওয়ার মতন অবস্হা।
সমস্যা টা কোথায় বুঝতে পারছি না, কারণ খেলা দেখার সুযোগ হচ্ছে না ।
মনে হচ্ছে এইবার অস্ট্রেলিয়া এইবার একটা বড় রকমের ধরা খাবে ....