টপিকঃ তামিম ইকবালের সেঞ্চুরী !
কিংসটাউনের মাঠে বাংলাদেশের তামিম ইকবালের সেঞ্চুরী (১২৮) বাংলাদেশকে সুবিধাজঙ্ক স্থানে পৌছে দিয়েছে, সাথে ছিলেন জুনায়েদ সিদ্দিকী । শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৩২১/৫ এবং ২৩৮ । অপর দিকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৩০৭।
এসো দেই জমিয়ে আড্ডা মিলি প্রাণের টানে !
স্বেচ্ছাসেবকঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।