Re: আপনার প্রথম মোবাইল কোনটি ?
একদম ই নিজের বলতে Nokia 1110i. আগে সিমেন্স সি৬৫ ব্যবহার করতাম, আম্মার ছিল, দিয়ে দিয়েছিল। নোকিয়া ১১১০ গত আড়াই বছর ধরে চলছে। এর মধ্যে ৬ বার সমস্যা হল। শেষ বন্ধ হল ক'দিন আগে বৃষ্টিতে ভিজে। মজার ব্যাপার হচ্ছে, ৬ বার বন্ধ (২বার বৃষ্টিতে ভিজে, একবার ছুড়ে ফেলেছিলাম, ২ বার পড়ে গেছিল, ১ বার কিছু না বলেই) হয়ে গেল, প্রতিবার ই ২ দিন এর মাথায় ঠিক হয়ে যায়। অবশ্য শেষ বার চালু হতে ৩ দিন সময় লেগেছিল। ভালই লাগে, মজায় আছি; এমন সেল্ফ রিপেয়ারিং অপশন কয়টা সেট এ আছে??