টপিকঃ ডিডিটাল বাংলাদেশ: অনলাইনে সীমিত আকারে আয়কর জমা দেয়ার সুবিধা
আজকে প্রকাশিত ইত্তেফাকের খবরটা দেখুন
অনলাইনে রিটার্ন জমার উদ্বোধন আজ
।। ইত্তেফাক রিপোর্ট ।।
আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনলাইনে বার্ষিক রিটার্ন জমার ব্যবস্থা চালু হচ্ছে। প্রাথমিকভাবে এবছর বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) করদাতারা এই সুবিধা পাবেন। তারা করদাতারা এখন থেকে অনলাইন বার্ষিক রিটার্ন জমা দিতে পারবেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আনুষ্ঠানিকভাবে অনলাইনে রিটার্ন জমার প্রথা উদ্বোধন করবেন। এনবিআর সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হবে। প্রসঙ্গত এলটিইউ-তে ৯৬৩ জন ব্যক্তিশ্রেণীর করদাতা রয়েছেন। এছাড়া ২৭২ টি কোম্পানী রয়েছে। এসব কোম্পানী ও ব্যক্তিরা এখন থেকে অফিসে বসেই অনলাইনে বার্ষিক রিটার্ন জমা দিতে পারবেন। এলটিইউ থেকে স্বয়ংক্রিয়ভাবে ফিরতি জবাব দেয়া হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য এলটিইউ প্রদত্ত সফটওয়্যার ব্যবহার করতে হবে। একই সফটওয়্যারের মাধ্যমে প্রতিদিন দুইবার করদাতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হবে।
(ইউনিকোডে রূপান্তর: ফায়ারফক্সের পরশমনি এড অন)
একই সাথে মন ভালো এবং খারাপ হয়েছে। খারাপ হয়েছে কারণ এটা সীমিত কিছু লোকের জন্য .... এখনও হয় কষ্ট করে গিয়ে জমা দিতে হবে কিংবা কোন উকিল/এজেন্ট ধরে জমা দিতে হবে (এজন্য প্রায় ২০০০/- টাকা সার্ভিস চার্জ নেয়)।