টপিকঃ লিনাক্স এডমিনিট্রেশন::পার্ট-২::ইউজার ম্যানেজমেন্ট

useradd raju -> raju নামে একজন ইউজার তৈরি হবে যদি এই নামে কেউ না থাকে। থাকলে এলার্ট দিবে। সাথে সাথে /home ডিরেক্টরির আন্ডারে এই নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। অবশ্য এটা অন্য জায়াগায়ও করা যাবে।

userdel raju -> raju নামের ইউজারটি ডিলিট হয়ে যাবে। তবে তার ডাইরেক্টরিটি মুছবে না। মুছতে হলে userdel raju -r লিখতে হবে। ইউজার লগিন অবস্থায় থাকলে তাকে ডিলিট করা যাবে।

passwd raju  -> raju নামের ইউজারের পাসওয়ার্ড দিতে বলবে।

passwd -d raju  -> এই ইউজারের পাসওয়ার্ডটি মুছে ফেলা

passwd -l raju -> এই একাউন্টটি (পাসওয়ার্ড) লক করা                                                                                                                                                                                                         
passwd -u raju -> আনলক করা

passwd -S raju -> স্ট্যাটাস দেখা

usermod -c 'Comment' raju -> ইউজারে কমেন্ট (অনেক ক্ষেত্রে পূর্ণ নাম হিসেবে ব্যবহৃত হয়।) যুক্ত করা। যেমন: usermod -c 'HungryCoder' raju

finger raju -> ইউজার সম্পর্কে তথ্য দেখাবে।
যেমন:
finger raju কমান্ডটি লিখলে নিচের মত দেখা যাবে।
Login: raju                              Name: (null)
Directory: /home/raju               Shell: /usr/local/cpanel/bin/jailshell
Never logged in.
No mail.
No Plan.

usermod -c 'HungryCoder' raju কমান্ড এর পর যদি আবার finger raju দিয়ে হয় তাহলে নিচের মত দেখা যাবে। পরিবর্তন টা শুধু নামের ক্ষেত্রে।

Login: raju                              Name: HungryCoder
Directory: /home/raju               Shell: /usr/local/cpanel/bin/jailshell
Never logged in.
No mail.
No Plan.

Re: লিনাক্স এডমিনিট্রেশন::পার্ট-২::ইউজার ম্যানেজমেন্ট

লিনাক্সের সিকিউরি দেখে খুবই মজা লাগল। আমি শ্যাডো ও পাসওয়ার্ড ফাইলের কিছু কনটেন্ট দিয়েছিলাম ফাইলগুলোর কাজ বুঝাতে। আর তাই কোন ভাবেই পোস্ট হচ্ছিল না। আমার মাথা খারাপ হয়ে গেছিল। তারপর সার্ভারের সাপোর্টে কথা বললে তারা বিষয়টি জানায়। তাদের ধন্যবাদ খুব দ্রুত সমাধান দেয়ার জন্য।

Re: লিনাক্স এডমিনিট্রেশন::পার্ট-২::ইউজার ম্যানেজমেন্ট

পোষ্টটি ভাল হয়েছে। নতুন একটি কমান্ড শিখতে পারলাম। ধন্যবাদ, চালিয়ে যান।

Re: লিনাক্স এডমিনিট্রেশন::পার্ট-২::ইউজার ম্যানেজমেন্ট

অামার মনে হয়, অালাদা থ্রেড ওপেন না করে এক থ্রেডে লিখলে পড়তে সুবিধা হবে, তাই না?

Re: লিনাক্স এডমিনিট্রেশন::পার্ট-২::ইউজার ম্যানেজমেন্ট

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)