টপিকঃ লিনাক্স এডমিনিট্রেশন::পার্ট-২::ইউজার ম্যানেজমেন্ট
useradd raju -> raju নামে একজন ইউজার তৈরি হবে যদি এই নামে কেউ না থাকে। থাকলে এলার্ট দিবে। সাথে সাথে /home ডিরেক্টরির আন্ডারে এই নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। অবশ্য এটা অন্য জায়াগায়ও করা যাবে।
userdel raju -> raju নামের ইউজারটি ডিলিট হয়ে যাবে। তবে তার ডাইরেক্টরিটি মুছবে না। মুছতে হলে userdel raju -r লিখতে হবে। ইউজার লগিন অবস্থায় থাকলে তাকে ডিলিট করা যাবে।
passwd raju -> raju নামের ইউজারের পাসওয়ার্ড দিতে বলবে।
passwd -d raju -> এই ইউজারের পাসওয়ার্ডটি মুছে ফেলা
passwd -l raju -> এই একাউন্টটি (পাসওয়ার্ড) লক করা
passwd -u raju -> আনলক করা
passwd -S raju -> স্ট্যাটাস দেখা
usermod -c 'Comment' raju -> ইউজারে কমেন্ট (অনেক ক্ষেত্রে পূর্ণ নাম হিসেবে ব্যবহৃত হয়।) যুক্ত করা। যেমন: usermod -c 'HungryCoder' raju
finger raju -> ইউজার সম্পর্কে তথ্য দেখাবে।
যেমন:
finger raju কমান্ডটি লিখলে নিচের মত দেখা যাবে।
Login: raju Name: (null)
Directory: /home/raju Shell: /usr/local/cpanel/bin/jailshell
Never logged in.
No mail.
No Plan.
usermod -c 'HungryCoder' raju কমান্ড এর পর যদি আবার finger raju দিয়ে হয় তাহলে নিচের মত দেখা যাবে। পরিবর্তন টা শুধু নামের ক্ষেত্রে।
Login: raju Name: HungryCoder
Directory: /home/raju Shell: /usr/local/cpanel/bin/jailshell
Never logged in.
No mail.
No Plan.