টপিকঃ আমি আমিনুল ইসলাম, এই ফোরামের সর্বকনিষ্ঠ (সম্ভবত) সদস্য!
প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার লেখাটি পড়ার বা আমার সম্পর্কে জানার আগ্রহ পোষণ করার জন্য। আমি আমিনুল ইসলাম। বয়স: ১৩। ক্লাস এইটে পড়ছি। থাকি মিরপুর ১ নম্বরে। এছাড়া আমার বলার মত কোন পরিচয় নেই।
ইদানীং সময়ে পারিবারিক কিছু কারণে আমার নিজস্ব হাতখরচের টাকাটা দেয়া সম্ভব হয়ে উঠছে না আমার পরিবারের পক্ষে। আমি বেসিক কম্পিউটার ও ইন্টারনেট, বাংলা ও ইংরেজী টাইপীং, এমএস ওয়ার্ড পারি। এই মুহুর্তে আমার পার্টটাইম চাকরী প্রয়োজন। মিরপুরের আশে পাশে (১, ২, ১০)। কারো কোন দোকান বা সাইবার ক্যাফেতে যদি টাইপীস্ট বা অন্য কোন আইটি সেক্টর বিষয়ক কোন লোক প্রয়োজন হয়, তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করবেন। আমাকে ইমেইল করুন। Kindly, আমিনুল ইসলাম।