সর্বশেষ সম্পাদনা করেছেন রাহাত (২৮-০৬-২০০৯ ২৩:৪৯)

টপিকঃ মাইক্রোসকোপ

হাই পারফোরমেন্স পোলারাইজিং মাইক্রোসকোপ সম্পর্কে বিশদ জানতে চাই শুধু বাংলাতে ।
আমার কাছে একটা হাই পারফোরমেন্স পোলারাইজিং মাইক্রোসকোপ এর বিবরণ আছে কিন্তু আমি কখন মাইক্রোসকোপ ব্যবহার করেনি তাই এই বিষয়ে সম্পূর্ন ...... অজ্ঞ।
আমি যে বিষয় গুলা জানতে চাই তা নিচে লিখে দিলাম আমি নেটে খোঁজ নিয়ে ছিলাম কিন্তু আমার কাছে বিষয় গুলা বরাবই অস্পষ্ট।
1.Microscope Body
2. Illumination
3. Optical system
4.Magnification
5.Eyepiece Lens
6.Eyepiece tube
7.Adjustment
8.Stage
9.Centerable nosepiece
10.Object lens
11.Polarize
12.Condenser
13.Compensator
14.CCD
15.Sensitivity
16.Lens Mount
17.Expose Control
18.Digital Zoom
19.Interval Shouting
20.Exposure Measuring
21.Compensator
22.Control Effect
23.Image Rotation
24.Monitor Size
25.Live Display
26.Image Size
27.Storage Format
28.Storage Media
29. PC compatibility

এই গুলা দ্বারা কি কি বুঝায় বিস্তারিত জানতে চাই,যদিও আমি কয়েকটা জানি তবুও মিলিয়ে নিলে আর কোন দ্বিধা থাকে না।
আশা করি অভিজ্ঞদের সাহায্য পাব। যারা একটা বা দুটো জানেন তারা যত টুকু জানেন তা শেয়ার করতে পারেন , ভুল হলে তো কেউ এখানে কেউ শাস্তি দিবে না ।

রাহাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মাইক্রোসকোপ

আমিও অজ্ঞ......  neutral  উইকিপিডিয়াতে দেখতে পারেন..

তাওহীদুল হাসান  |  ঢাকা, বাংলাদেশ  |  রক্তের গ্রুপ O+

Re: মাইক্রোসকোপ

ব্যপার টা তো কিছুই বুজলাম না এই ফোরামে কেউ কি
মাইক্রোসকোপ সম্পর্কে জানে না । হায় রে প্রজন্ম তোমার কি যে হল, তুমি অসহায় আমি নিরুপায়!!!! angry angry angry

রাহাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মাইক্রোসকোপ

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

Re: মাইক্রোসকোপ

মাইক্রোস্কোপের টার্মগুলো নিচে ব্যাখ্যা দেয়া হলঃ
1.Microscope Body: এটা মাইক্রোস্কোপের পুরো কাঠামোকে নির্দেশ করে।
2. Illumination: আলো কিভাবে ব্যবহার করবে এবং নমুনাকে কিভাবে আলোকিত করবে সেই ব্যাপার-স্যাপার। এটা মাইক্রোস্কোপের অন্যতম একটা ক্রিটিকাল ফ্যাক্টর। আর Illuminator হলে একটা শক্তিশালী আলোর উৎস।
3. Optical system:আলো লেন্সের ও আয়নার মধ্য দিয়ে কিভাবে প্রতিফলিত, প্রতিসরিত, বিচ্ছুরিত হবে সেটা নিয়ন্ত্রণ করার কৌশল।
4.Magnification: লেন্সের সাহায্যে নমুনাকে কতগুন বড় করে দেখাবে সেটার হিসাব। অনেকটা ক্যামেরার জুম ফাংশনের মত।
5.Eyepiece Lens: চোখ দিয়ে নুমনা দেখার সময় মাইক্রোস্কোপের সবার উপরে অবস্তিত লেন্স।
6.Eyepiece tube:Eyepiece Lens ধারণকারী টিউব বা নল।
7.Adjustment: Eyepiece Lens ও Centerable nosepiece এ অবস্তিত Object lens এমন দুরুত্বে আনার কৌশল যাতে নমুনাকে পরিস্কার করে দেখা যায়। দুই ধরনের হয়। ফাইন ও coarse Adjustment। coarse Adjustment দিয়ে প্রথমে নমুনার পরিস্কার করে দেখার কাছাকাছি অবস্থানে আনা হয়। পরে ফাইন Adjustment দিয়ে বেস্ট অবস্থান ফিক্সড করা হয়।
8.Stage: স্লাইড (যাতে নমুনা থাকে) রাখার জায়গা।
9.Centerable nosepiece: এটা revolving nosepiece নামেও পরিচতি। নমুনার বিভিন্ন ম্যাগ্নিফিকেশন দেখার জন্য বিভিন্ন পাওয়ারে লেন্স দরকার হয়। সেই একাধিক লেন্সগুলো যেখনা ফিক্সড করে রাখা হয়।
10.Object lens: Centerable nosepiece বা  revolving nosepiece এ অবস্থিত লেন্সগুলো।
11.Polarize:The wave model of light describes light waves vibrating at right angles to the direction of travel of light with all vibration directions being equally probable. This is "common" light. In plane-polarized light there is only one vibration direction
12.Condenser: Illuminator হলো একটা আলোর উৎস যেমন হতে পারে একটা বৈদ্যতিক বাল্ব। এটা চারদিকে আলো ছড়ায়। কনডেন্সার এই আলোকে একত্র করে নমুনার উপর ফোকাস করে। ফলে নমুনা আরো উজ্জ্বল দেখায়। এটা মূলত একটা লেন্স।
13.Compensator: আলোর আপেক্ষিক retardation (বিচ্চ্যুতি) মাপার জন্য কেবল মাত্র পোলারাইজ মাইক্রোস্কোপে ব্যবহৃত একট প্লেট
14.CCD: ছবি ধারণ করার সেন্সর টাইপ। এটা আলোকে ইলেকট্রনে রুপান্তর করে।         
15.Sensitivityঃ সেন্সর কোন আলোতে কিরুপ ছবি তুলবে তার মাত্রা। ক্যামেরাতে আইএসও এটাকেই নির্দেশ করে।
16.Lens Mountঃ নির্দিষ্ট স্থানে লেন্স লাগানোর কৌশল ও কনফিগারেশন করা।
17.Expose Controlঃ নমুনাতে আলো কত সময় ধরে পড়বে তা নিয়ন্ত্রণ করার কৌশল।
18.Digital Zoomঃ এটা সত্যিকারের জুম নয়। ছবি তোলার পর তাকে বড় করে দেখার প্রক্রিয়া। ৩x যদি Digital Zoom বলা হয় তার অর্থ হলো একটা ছবিকে তার আসল ছবির তুলনায় ৩গুণ বড় করে দেখাতে পারবে।
19.Interval Shouting: এটা মনে হয় Interval Shouting না হয়ে Interval Shooting হবে। একটা ছবি তোলার পর আর একট তুলতে মাঝখানে বিরতি।
20.Exposure Measuringঃ আলো নমুনার উপুর কত সময় ধরে কত মাত্রায় ফেলতে হবে তার কৌশল।
21.Compensatorঃ ১৩ং দ্রষ্টব্য।
22.Control Effect : ধারণা নাই
23.Image Rotationঃ ছবি তোলার পর তার ঘূর্নন করা।
24.Monitor Sizeঃ নামেই পরিচয়।
25.Live Displayঃ নামেই পরিচয়। ক্যামেরাতে লাইভ ভিউ নামে পরিচিত।
26.Image Sizeঃ ছবির আকার ।
27.Storage Formatঃ কোন রুপে ছবি জমা হবে?
28.Storage Mediaঃ কোথায় ছবি জমা হবে।
29. PC compatibilityঃ কোন ধরনের কম্পউটারে চলবে সেটা নির্দেশ করে।

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

Re: মাইক্রোসকোপ

তপু ভাই ধন্যবাদ ছাড়া কি দিমু বুজতে পারছি না, তবে আমি যে উদ্দেশ্যে এই বিষয় টা নিয়া ঘাটাঘাটি করছি তা যদি সফল হই, তা হলে আপনাকে একদিন বুফে লাঞ্চ করাব কথা দিচ্ছি (ঢাকাতে)।
জ্বি আপনি ঠিকই ধরছেন আমি ঐ গ্যঞ্জাম মার্কা সাবজেক্ট এর ছাত্র ।

রাহাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মাইক্রোসকোপ

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মাইক্রোসকোপ

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মাইক্রোসকোপ

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন রাহাত (০৬-০৭-২০০৯ ১০:৫২)

Re: মাইক্রোসকোপ

রাহাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১১

Re: মাইক্রোসকোপ

ভাল তথ্য...

অ.ট: গোপন রহস্যটা কি?

তাওহীদুল হাসান  |  ঢাকা, বাংলাদেশ  |  রক্তের গ্রুপ O+

১২

Re: মাইক্রোসকোপ

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: মাইক্রোসকোপ

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৪

Re: মাইক্রোসকোপ

একটা বিষয় মগজে ঠুকছে না , notlistening
ইদানিং খেয়াল করছি আমাদের ফোরামের মুরব্বিরা কোন টপিক ছাড়লে তা অপটপিক এ নিয়ে যায় । যে কাজ টা করা আমাদের কাজ তা তারা করে । kidding
আচ্ছা না হয় একটা দুটা অঃটঃ করলাম কিন্তু তা কিনা  মাইক্রোসকোপ থেকে সুন্দরী>মন জয়>ভালবাসা> thumbs_down> dontsee এর পর জানি কোথায় যাবে আল্লাহ মালুম। notlistening

রাহাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১৫

Re: মাইক্রোসকোপ