পাঙ্খার বাতাস আর কয়দিন খাওয়া যাইবে সন্দেহ আছে, এখনই এর অপব্যবহার শুরু হইয়া গিয়াছে কিনা, তাই।
আমি এক খানা বই এবং এক খানা সফটওয়্যার ডাউনলোড করিয়া এবং আরো গোটাকয়েক বই ডাউনলোডে ব্যর্থ মনোরথ হইয়া যখন কি ডাউনলোড করা যায় খুঁজিয়া পাইতেছিলাম না, তখন ভাবিলাম সার্ভারে অবস্থিত কিছু ফাইলই (যাহা অন্যেরা ডাউনলোড করিয়াছে) না হয় ডাউনলোড করিয়া দেখা যাক। সময়াভাবে 75 মেগাবাইট বিশিষ্ট মিনি অফিস 2003 ডাউনলোড করিতে সাহস না পাইয়া 18 মেগাবাইটের একখানা ভিডিও ফাইল (avi) ডাউনলোড করিয়াই আমার আক্কেল গুড়ুম।
আস্তাগফেরুল্লাহ্! ফোরামের সদস্যরাও এই তিন কাটা দাগ ওয়ালা ভিডিও ডাউনলোড করে? মাননীয় কর্তৃপক্ষ, উক্ত ফাইলখানা তাড়াতাড়ি ডিলিট মারুন এবং উক্ত ডাউনলোডকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।
[ইয়ে আরেকটা কথা, টাইম লিমিট ছয় ঘন্টার পরিবর্তে আরেকটু বাড়ানো যায় না, তাহলে আমিও নাহয় মিনি অফিস 2003 টা ডাউনলোড মারার চেষ্টা করতাম!]
https://www.facebook.com/tohamhমোজাম্মেল হোসেন ত্বোহা
সিরত - লিবিয়া