Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
কোডার ভাই, অসাধারণ একটা কাজ করেছেন। আপনার জন্য সাড়ে নিরানব্বইটা ভার্চুয়াল রেপু।
এর আগের বার শুধু পাঙ্খার নামই শুনেছিলাম, বাতাস খাওয়ার সাধ্য হয় নি। এবার একটু বাতাস খেয়ে দেখি কেমন লাগে। তবে কথা হচ্ছে কয়দিন এই বাতাস খেতে পারব।
বেশি অবৈধ বা নিষিদ্ধ বা আলতু-ফালতু ডাউনলোড হতে থাকলে গতবারের মতো হঠাত করে বন্ধ না করে দিয়ে বরং ইউজারদেরকে সতর্ক করা যেতে পারে, এমনকি সেই ধরনের ইউজারদেরকে এর ব্যবহার থেকে বঞ্চিতও করা যেতে পারে, কিন্তু তবুও যেন সার্ভিসটা বাকিদের জন্য উন্মুক্ত থাকে। আর কি কি ধরনের ফাইল ডাউনলোড করা যাবে/যাবে না, সেটাও একটু পরিষ্কার করা দরকার।
আরেকটা কথা, এই পাঙ্খা দিয়ে কি টরেন্টের বাতাস খাওয়া যাবে?
Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
আগের স্ক্রিপ্টটা দিয়ে অনেক সমস্যা হচ্ছিল। এখন নতুন স্ক্রিপ্ট লাগানো হয়েছে। এইটা দিয়ে পাঙ্খার মতই ডাউনলোড হচ্ছে
Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
আমার গায়ে পাঙ্খার বাতাস লাগতেছে না আমার ফাইল সাইজ ১০০ মে.বা করে।
মানে কিছু মুভি নামাইতাম।
Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
দুখিত কোডার ভাই। আমি ভাবছিলাম সব কিছু নামানো যাবে। আমার জরুরী কিছু র্যাপি তে নাই। অন্যদের কাজে লাগুক এই প্রত্যাশা।
Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
ওয়াও!!
বেশ কয়েকদিন পরে এসেই পাঙ্খার বাতাস !!
কোডার ভাইকে ধন্যবাদ ।
আমার খুবই দরকার ১টা বই ডাউনলোড করছি ।সাইজ=১০০মে.বা.
@কোডার
ডাউনলোডে কি সাইজের কোন লিমিট আছে??
Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
আমি পোস্টটি এখন দেখলাম, ফেসবুকে লিংক পেয়ে কিছু ডাউনলোড করে দেখলাম, বেশ কাজে দেবে। ধন্যবাদ কোডার ভাইকে।
Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
আমার উপরোক্ত বিষয়টার ব্যাপারে কেউ কি প্লিজ সাহায্য করবেন?
ধন্যবাদ
Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
আমার তো পিন এর প্রয়োজনই হয়নি। পিন সাবমিট ছাড়াই ডাউনলোড করতে পারছি।
Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
আগে কাজ হচ্ছিলো না। এখন ভালো ভাবেই হচ্ছে।
ধন্যবাদ কোডার ভাইকে।
Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
ধন্যবাদ কোডার ভাইকে, পাঙ্খার বাতাসের জন্য........
Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
আমি একটা রার ফাইল ডাউনলোডে দিলাম। পরে দেখি এটা এভিআই এক্সটেনশন দিয়ে ডাউনলোড হইছে। অবশ্য ডাউনলোড শেষে এক্সটেনশন চেঞ্জ করে এক্সট্রাক্ট করছি।
Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
মেগাআপলোড দিয়ে ৫/৬ মেগা কিছু ফাইল নামানোর জন্য ব্যবহার করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুব্যবস্থার জন্য। আপনি এবং পাংখার দীর্ঘায়ু কামনা করছি।
Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
পাঙ্খাটা কি? আমি এই সম্পর্কে জানতে চাই। অনেক দিন পরে ফোরামে এসে সব আউলাইয়া গেল।
Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
প্রিমিয়াম একাউন্ট নিয়ে কিছু ঝামেলা'র কারণে বেশ কিছুদিন বন্ধের পর পাঙ্খা'র বাতার গতকাল থেকে আবার চালু হল।