টপিকঃ এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
এই গরমে পাঙ্খার বাতাস আশা করি সবার ভালই লাগবে!
আবার চালু হল pankha.info.
প্রজন্ম ফোরামের সকল সদস্যই এ সুবিধা ভোগ/উপভোগ করতে পারবেন! তবে আপাতত ফাইল সাইজ ও আরও কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছে! ব্যবহারের উপর ভিত্তি করে এটি'র হ্রাস/বৃদ্ধি করা হবে!
যারা ফোরামে নতুন তাদের জন্যঃ
পাঙ্খা হল প্রজন্ম ফোরামের একটি ফ্রি সেবা যার মাধ্যমে আপনি র্যাপিডশেয়ারসহ বেশ কিছু সাইট থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন প্রিমিয়াম একাউন্ট ছাড়াই। ফাইলের লিংক দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলে তা আমাদের সার্ভারে ট্রান্সলোড হবে। তারপর আপনাকে আরেকটি লিঙ্ক দেয়া হবে। সেটি ব্যবহার করে আপনার ফাইলটি আপনার কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা ফাইল ২৪ ঘন্টা পর্যন্ত আমাদের সার্ভারে থাকবে। তারপর তা মুছে দেয়া হবে। প্রতিটি ডাউনলোড করা ফাইলের সাথে ইউজার আইডি যুক্ত থাকে যা দিয়ে আমরা বুঝতে পারব কে ঐ ফাইলটি ডাউনলোড করেছে। আপত্তিকর কোন কিছু দেখা গেলে তাকে পাঙ্খা সেবা থেকে ব্যান করাও হতে পারে।
বর্তমান সেবাটি পাওয়ার পদ্ধতি আগের চেয়ে আলাদা! সার্ভিসটি পাওয়ার জন্য আপনার পিন নম্বর দরকার হবে! আপনারা আপনাদের প্রোফাইলে লগিন করলে দেখবেন আপনাদের পিন ইতিমধ্যেই সেখানে আছে! তবে এই পিন পরিবর্তনশীল! যে কোন সময় আর আগের পিনটি কাজ করবে না! তখন আপনাদের প্রোফাইলে আবার ঢুকে নতুন পিনটি পাবেন!
ছবি সূত্র: আরিফ হাসান
ফায়ারফক্স ইস্যু:
যে লিঙ্কটি পাবেন সেটিতে ক্লিক করলে ফায়ারফক্সের ডাউনলোড উইন্ডো আসে! কিন্তু কয়েক কিলোবাইট হয়েই ডাউনলোড বন্ধ হয়ে যায়! এরকম ক্ষেত্রে কোন ডাউনলোড বুস্টার ব্যবহার করুন অথবা লিংটি'র উপরে মাউসের ডান বাটন ক্লিক করে 'Save target as' ক্লিক করুন! আশা করি কাজ হবে!
সকলের সুবিধার জন্যই এ সেবাটি দেয়া! অসৎ উদ্দেশ্য এর ব্যবহার সেবাটির অপমৃত্যু ঘটাতে পারে! সুতরাং সাধু সাবধান!
what to do?