Re: গ্যাসের চুলার আগুন নীল, কিন্তু মোমবাতির শিখা হলুদ কেন?
Re: গ্যাসের চুলার আগুন নীল, কিন্তু মোমবাতির শিখা হলুদ কেন?
জানতে পারলাম অনেক কিছু
Re: গ্যাসের চুলার আগুন নীল, কিন্তু মোমবাতির শিখা হলুদ কেন?
ধন্যবাদ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ক্ষ ড় ঢ় য়
ৎ ং ঃ ঁ
Re: গ্যাসের চুলার আগুন নীল, কিন্তু মোমবাতির শিখা হলুদ কেন?
ধন্যবাদ!! আরো চাই। (y)(y)(y)
Re: গ্যাসের চুলার আগুন নীল, কিন্তু মোমবাতির শিখা হলুদ কেন?
মুল কারণটা মনে হয় অক্সিজেন যার সাথে বিক্রিয়া করে তার আয়নের রঙ।
Re: গ্যাসের চুলার আগুন নীল, কিন্তু মোমবাতির শিখা হলুদ কেন?
সেভারাস ভাই,
ব্যাপারটি কিন্তু আমরা কেমেস্ট্রীতে পড়েছি অন্যভাবে। সেটি হলো বেশীরভাগ (সব নয় কিন্তু) যৌগিক বা মৌলিক পদার্থের জ্বলনাঙ্ক ভিন্ন। আবার বুনসেন বার্নারের শিখায় ধরলে বা আগুনে দিলে বা সেটিতে পোড়ালে একেকটি পদার্থ একেক রকম রঙের শিখা দেখায়। আমরা ল্যাবে বিভিন্ন লবন নিয়ে ড্রাই টেস্ট করতাম আর বলে দিতে পারতাম সেটি কোন লবন।
ঠিক সেভাবেই কেরোসিন, মিথেন, ইথেন, বিউটেন (লাইটারের গ্যাস), পেট্রোল - ইত্যাদি সবারই শিখার রঙ নিদিষ্ট। বিপত্তি বাধে যখন সেগুলিতে ভেজাল মিশানো থাকে।
প্রথম আলোর ব্যাখ্যাটি হয়তো সঠিক, কিন্তু আমার বিদ্যার উৎস কিন্তু খুবই বড় মাপের একজন কেমেস্ট্রী স্যার ... তার কথাই বা অবিশ্বাস করি কেমনে ??
Re: গ্যাসের চুলার আগুন নীল, কিন্তু মোমবাতির শিখা হলুদ কেন?
ধন্যবাদ নতুন জিনিস জানতে পারলাম।
Re: গ্যাসের চুলার আগুন নীল, কিন্তু মোমবাতির শিখা হলুদ কেন?
অনেক ভাল লাগল!!!!!!!!!!!
Re: গ্যাসের চুলার আগুন নীল, কিন্তু মোমবাতির শিখা হলুদ কেন?
ছোটবেলায় বিজ্ঞান বইয়ে পড়েছি। আর এই টপিক পড়ে ধারণাটা পাকাপোক্ত হল।
Re: গ্যাসের চুলার আগুন নীল, কিন্তু মোমবাতির শিখা হলুদ কেন?
নতুন কিছু জানানোর জন্য ধন্যবাদ।
নামাজ, রোযা সকল মুসলমানের জন্য ফরজ। সকলে রোযা রাখি, নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি এবং রাসুল(সাঃ)-এর সুন্নাত আদায় করি।