সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী আকরাম (০৮-০৩-২০০৯ ১০:৩৭)

টপিকঃ অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

অসংখ্য ধন্যবাদ ভাই। দারুণ একটা কাজের জিনিস।(y)(y)(y)

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

আসলেই জটিল। অনেক কাজে দেবে। অনেক ধন্যবাদ মেহেদী ভাই

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

ভালো জিনিষ সেয়ার করার জন্য ধন্যবাদ:clap:

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

আমার কাছে ওপেন অফিসই ভালো

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

কাজের পোস্ট। ধন্যবাদ আপনাকে।(y)(y)

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

ভাই কি যে একটা উপকার করলেন!! আমি এইটাই ব্যাবহার করি রিলজ হওয়ার পর থেকে। কিন্তু আমার ফ্যামিলির আর কেউ এইটা বুঝে না। একটা কথা ওয়ার্ড এর কি এমন কোন এ্যাড ইন আছে যেটা ইন্সটল করলে সিলেক্ট করা অংশ বলবে। মানে Text to speech ফিচারটা আছে?? আমার খুব দরকার।

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

আপনার এই জিনিসটা আপনার সমকাল দর্পনে অনেক আগেই দেখেছিলাম। কিন্তু মন্তব্য করতে ভুলে গিয়েছিলাম। আজ মন্তব্য করলাম। অনেক ভাল। এটা আমার অনেক কাজে লাগবে। ধন্যবাদ।

@ nasir8891
ওপেন অফিসতো একাটা বাজে জিনিস।

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

পোষ্টট অনেকের কাজে লাগবে সেটা আর বলতে . . . মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে। তবে আমার ডিফল্ট থিমটাই বেশি ভাল লাগত। লাগত বলার কারণ এখন আর মাইক্রোসফট অফিস ২০০৭ ব্যবহার করিনা।

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

১১

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

আমার কাছে ডিফল্টটাই ভালো লাগে। তবে কালো থিমটা। কোন সমস্যা নাই, সব খুঁজে পাই।  big_smile

আলহামদুলিল্লাহ!

১২

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

ধন্যবাদ, এ্যাডঅনটা খুব কাজের। অন্তত শুরুর ইউজারদের জন্য।

আমি রিবনে সবই বুঝি, সবকিছুই তাড়াতাড়ি করা যায় (যেমন: প্যারাগ্রাফের স্পেস বাড়ানোর-কমানোর জন্য আলাদা করে কোনো ডায়লগ খুলতে হয় না)। কিন্তু অনেকেই দেখি রিবন বোঝে না। অবাক কান্ড!!

ওদেরকে এই এ্যাডঅন দিয়ে দিব, দেখি যদি কিছু বোঝে।