টপিকঃ Dell কম্পিউটারে প্রি-ইনস্টলড উবুন্টু
সম্প্রতি বিশ্বখ্যাত কম্পিউটার প্রস্তুতকারক Dell তাদের ব্যবহারকারীদের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে, ব্যবহারকারীদের চাহিদাকে সম্মান করতে তাদের ৩টি মডেলের কম্পিউটারে উবুন্টু প্রি-ইনস্টলড অবস্থায় বাজারে ছেড়েছে।
বিস্তারিত জানতে Dellএর হোমপেজ দেখুন: এখানে
খবরটি পেলাম বাংলাদেশ লিনাক্স ব্যবহারকারীদের ফোরামে।