টপিকঃ ইংরেজি উইকিপিডিয়ার প্রথম পাতাতে আবারো বাংলাদেশ/ ভাষা আন্দোলন

Re: ইংরেজি উইকিপিডিয়ার প্রথম পাতাতে আবারো বাংলাদেশ/ ভাষা আন্দোলন

রাগিব ভাই, দেখলাম। হ্যা এর মাধ্যমেই আমরা বিশ্বের দরবারে স্থান করে নিতে পারব।:cool: তবে মনে হয় বাংলা সেকশনের আজকের প্রধান আর্টিকেল হওয়া উচিৎ ছিল।

আমি কয়েকদিন কাজ করার চেষ্টা করেছি। কিন্তু তথ্যের অভাবে কাজ করতে পারিনি। তাছাড়া কপিরাইটের মারপ্যাচও ঠিক মত না বুঝায় এগোতে পারিনি। সর্বোপরি, একাকি কোন কাজ করতে বেশি দিন আমার ভাল লাগেনা। রাজশাহীতে গত ৪ বছরেও একজন্ সঙ্গী পাইনি কাজ করার। sad

আর বাংলা সেকশনে কি একটা বাংলা টাইমলাইন রাখা যায় অথ্যাত্‍ বাংলা তারিখ অনুযায়ী?:)

Re: ইংরেজি উইকিপিডিয়ার প্রথম পাতাতে আবারো বাংলাদেশ/ ভাষা আন্দোলন

বাংলা উইকির ভাষা আন্দোলনের নিবন্ধটি এখনো পূর্ণাঙ্গতা পায় নি, তাই ওটাকে প্রথম পাতায় আনা যায়নি।

বাংলা তারিখের ব্যবস্থা পরে করা হবে, আপাতত সেটা ব্যবহার না করতে পারার কারণ হলো সিস্টেমের মূল সফটওয়ার, যা মিডিয়াউইকি নামে পরিচিত, তাতে শুধু আন্তর্জাতিক/ইংরেজি ক্যালেন্ডারের সাপোর্ট থাকা।

বাংলা উইকিপিডিয়াতে একবার কাজ শুরু করুন। এতো মানুষের সাথে পরিচয় হবে যে বেশ ভালো লাগবে। ডাঃ সপ্তর্ষি মন্ডল পশ্চিমবঙ্গের, এখন আছেন ক্যালিফোর্নিয়াতে, উনি প্রতিদিন কাজ করছেন। সুইডেন হতে একজন কাজ করছেন, বাংলাদেশের ঢাকাতে আছেন অনেকে।

যেহেতু আপনি বাংলায় লিখছেন নিয়মিত, তাই প্রতিদিন অন্ততঃ একটা দুইটা বাক্য হলেও লিখুন। ১ থেকে ২টা মিনিট লাগবে। আপনি তো রাজশাহীতে আছে, এই শহর, জেলা বা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বাংলা উইকিপিডিয়াতে লিখুন। পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছবি জোগাড় করে দিন।

বিন্দু হতেই কিন্তু সিন্ধু হয়।

Re: ইংরেজি উইকিপিডিয়ার প্রথম পাতাতে আবারো বাংলাদেশ/ ভাষা আন্দোলন

রাগিব ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রবন্ধটির অধিকাংশ আমিই যুক্ত করেছিলাম। ছবি যুক্ত করতে চেয়েছিলাম আমাদের ওয়েবসাইট থেকে। কিন্তু সেগুলো সবই কপিরাইটেড। তাই পারিনি। দেখা যাক, আবার শুরু করব। এখন তো রুমেই ইন্টারনেট। তখন এটি ছিল না।

Re: ইংরেজি উইকিপিডিয়ার প্রথম পাতাতে আবারো বাংলাদেশ/ ভাষা আন্দোলন

আপনার পরিচিত কারো ডিজিটাল ক্যামেরা নাই? আমি কিন্তু বুয়েট ক্যাম্পাসের ছবি নিজেই তুলেছি, বা আমার পরিচিত ছাত্রদেরকে দিয়ে তুলিয়ে নিয়েছি।

Re: ইংরেজি উইকিপিডিয়ার প্রথম পাতাতে আবারো বাংলাদেশ/ ভাষা আন্দোলন

নিজেই একটি কিনব বলে অপেক্ষা করছি। ধার করতে ভাল লাগেনা। দেখি তবুও দুই একটা ছবি আছে তা দিয়ে দিব।