টপিকঃ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস ১৯ রানে হারিয়েছে চেন্নাইকে
জয় দিয়ে আইপিএল শুরু করলো মুম্বাই
কেপটাউন, ১৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শচীন টেন্ডুলকারের অপরাজিত হাফসেঞ্চুরির পর লাসিথ মালিঙ্গার দারুণ বোলিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে জয় এনে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে। শনিবার কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ১৯ রানে হারিয়েছে তারা।
টস জিতে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মুম্বাইকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানালে টেন্ডুলকারের ৪৯ বলে অপরাজিত ৫৯ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান তুলেছিল তার দল। জবাব দিতে নেমে অ্যান্ড্রু ফ্লিন্টফ (২৪), ম্যাথু হেইডেন (৪৪) আর মহেন্দ্র সিং ধোনির (৩৬) জোর চেষ্টার পরও চেন্নাই ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলতে পেরেছে মাত্র ১৪৬ রান।
মুম্বাইর পক্ষে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন মালিঙ্গা। ইনিংসের দ্বিতীয় বলেই পার্থিব প্যাটেলকে স্লিপে টেন্ডুলকারের দারুণ ক্যাচের শিকার বানিয়েছেন এই শ্রীলঙ্কান পেসার। শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর তৃতীয় ওভারে ডোয়াইন ব্র্যাভোর বলে রোহান রাজের হাতে ক্যাচ দিয়ে সুরেশ রায়নাও (৮) ফিরে গেলে বিপদে পড়ে যায় চেন্নাই। তৃতীয় উইকেটে মাত্র ৪২ বলে ৫২ রান তুলে হেইডেন (৪৪) আর ফ্লিন্টফ কিছুক্ষণের জন্য ম্যাচে ফিরিয়েছিলেন, কিন্তু ফ্লিন্টফকে রিটার্ন ক্যাচ নিয়ে ফিরিয়ে হরভজন সেই জুটি ভাঙার পর আবার বদলে গেছে সবকিছু। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো চেন্নাইর পক্ষে অধিনায়ক ধোনিই যা একটু লড়েছেন। কিন্তু তাতে হারের ব্যবধানটাই কেবল কমেছে।
এর আগে মুম্বাইর ইনিংসটাকে পথ দেখিয়েছেন অধিনায়ক টেন্ডুলকার নিজেই।
ইনজুরির জন্য আইপিএলের প্রথম আসরে ৭টার বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি, তার দলও সেমিফাইনালে উঠতে পারেনি। শনিবার যেন সেই ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্য নিয়েই নেমেছিলেন 'লিটল জিনিয়াস'। ছক্কা না মারলেও সাতটি চমৎকার বাউন্ডারিতে সাজানো ইনিংসটির জন্য তিনিই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
তার দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান এসেছে অভিষেক নায়ারের ব্যাট থেকে। মাত্র ১৪ বলে ঝড়ো ইনিংসটা খেলার পথে তিনটি ছক্কা মেরেছেন নায়ার। এবং এই তিনটি ছক্কাই অ্যান্ড্রু ফ্লিনটফের এক ওভারে। এছাড়া সনাৎ জয়াসুরিয়া ২৬ ও শিখর ধাওয়ান করেছেন ২২ রান।চেন্নাইয়ের পক্ষে ৩২ রানে ২ উইকেট নিয়েছেন মানপ্রিত গোনি।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই ইন্ডিয়ানস : ২০ ওভারে ১৬৫/৭ (জয়াসুরিয়া ২৬, টেন্ডুলকার ৫৯*, ধাওয়ান ২২, ডুমিনি ৯, ব্র্যাভো ৫, নায়ার ৩৫, হরভজন ৪, জহির ২, শাহ ০*; গোনি ২/৩২, তুষারা ১/৩২, ফ্লিন্টফ ১/৪৪, ওরাম ১/৩০, শর্মা ১/২৫)
চেন্নাই সুপার কিংস : ২০ ওভারে ১৪৬/৭ (প্যাটেল ০, হেইডেন ৪৪, রায়না ৮, ফ্লিন্টফ ২৪, ধোনি ৩৬, ওরাম ৮, বদ্রিনাথ ০, শর্মা ১৬*, তুষারা ১*; মালিঙ্গা ৩/১৫, জয়াসুরিয়া ২/৩৪, হরভজন ১/১৫, ব্র্যাভো ১/২৭)
ফল : মুম্বাই ইন্ডিয়ানস ১৯ রানে জয়ী
ম্যান অফ দ্য ম্যাচ : শচীন টেন্ডুলকার
সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম