২ ১৫-০২-২০০৯ ২৩:০৫ সর্বশেষ সম্পাদনা করেছেন মহসিন (১৫-০২-২০০৯ ২৩:০৯)
Re: তাঁরা গুণীজন
Re: তাঁরা গুণীজন
Re: তাঁরা গুণীজন
Re: তাঁরা গুণীজন
Re: তাঁরা গুণীজন
আপনার উদ্যোগটি প্রশংসনীয়(y)(y)(y)
Re: তাঁরা গুণীজন
Re: তাঁরা গুণীজন
Re: তাঁরা গুণীজন
Re: তাঁরা গুণীজন
উইকিপিডিয়াতেও এই নিবন্ধগুলো আছে। সেখানে দেখুন তারা কিভাবে সূত্র দেয়। ১০জায়গা থেকে নিলে ১০টি জায়গার সূত্রই দিতে হবে।
আপনার নতুন দুটিতেও কিন্তু সূত্র নেই![-X
Re: তাঁরা গুণীজন
ইতিহাস লেখার সময় সূত্র খুবই গুরুত্বপূর্ণ। গল্প-কবিতা মনগড়া হয়, কিন্তু ইতিহাস মনগড়া হয় না। নিজের লেখাই হোক আর সংকলন হোক, এসব ব্যাপারে সূত্র প্রদান করা জরুরী। সূত্র না থাকলে প্রশ্ন আসে এগুলো সত্যি কিনা বা কতটুকু সত্যি। এ ধরণের লেখা কতটা গুরুত্বপূর্ণ তা সূত্র দিয়েই বোঝা যায়। সূত্র না থাকলে এর কোন গুরুত্ব থাকে না। এগুলো গল্প-কবিতা-কৌতুক না বিধায়ই সূত্র প্রয়োজন।
ভালো কথা, সূত্র মানে কোথা থেকে কপি-পেস্ট করলেন - তা নয়। বরং এ ধরণের লেখা মৌলিক হলেও কোথা থেকে গবেষণা করে জানা গেছে, সেগুলো উল্লেখ করতে হয়। এসব রেফারেন্সই এ ধরণের লেখার ওজন বাড়ায়।
Re: তাঁরা গুণীজন
ভাল লেগেছে টপিকটি।
আশাকরি আমরা অনেক কিছু জানতে পারব এখান থেকে।
Re: তাঁরা গুণীজন
Re: তাঁরা গুণীজন
Re: তাঁরা গুণীজন
ভাল লাগছে। চলতে থাকুক........................।