টপিকঃ অ্যাপ্লিকেশন পোস্ট করার সহজ উপায়
বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার সময় অনেক কাগজ পত্র পোস্ট করতে হয়। এর খরচ কম না। বাংলাদেশের পোস্ট অফিসের এক্সপ্রেস পোস্ট নামের যে ব্যবস্থা আছে, তারা কয়েকশ টাকার বিনিময়ে ৩ দিনে পাঠাবে বলে দাবি করে, যদিও আসলে লাগে ৭ থেকে ১০ দিন (৩ দিন মানে আমেরিকায় পৌছানো্র পরে তিন দিন লাগবে !!! )। ফেডএক্স বা ডিএইচএল এ খরচ কয়েক হাজার হয়ে যায়।
এজন্য খরচ কমানোর কিছু বুদ্ধি বাতলে দিচ্ছি -
১ - কয়েক জনেরটা এক সাথে পাঠান। বন্ধুবান্ধব কয়েক জন যদি একই বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন, তাহলে প্রত্যেকে আলাদা খামে ভরে তার পর সব গুলো খাম একটা বড় খামে ভরে পাঠান। ওজন বেশি হবে, কিন্তু জনপ্রতি অনেক কম খরচ পড়বে।
২ - আমেরিকা/কানাডা প্রবাসী কারো সাহায্য নিন। পরিচিত কেউ থাকলে তাকে এক সাথে সব গুলা আবেদন পত্র পাঠিয়ে দিন, আলাদা আলাদা খামে বিশ্ববিদ্যালয়ের আসল ঠিকানা লিখে, তার পর সবগুলাকে একটা বড় খামে ভরে। অবশ্য যাকে পাঠাচ্ছেন, তাঁর উপরে আস্থা রাখতে হবে।
আর কারো মাথায় কি কোনো বুদ্ধি আসছে?