টপিকঃ একটা ভাল সাজেশন দিন?
আমার পরিচত এক ভাই আছেন উনি প্রায় বলেন দেশে গেলে কি করবেন? মাধ্যমিক পাস করা একটা সারটিফিকেট সম্বল. উনাকে আমি বলেছি যে এবার দেশে ছুটিতে গেলে যে কনো একটা Course করার জন্য যাতে করে ভবিষ্যৎ এ একটা কিছু করা যাবে. এখন আমি প্রজন্ম ফোরামের সরনাপন্ন হইলাম অল্প সময় এর মধ্যে (৩ বা ৪ মাস) কি ধরনের Course করলে বরতমান এ কিছুটা উজ্জল ভবিষ্যৎ আশা করা যায়।
পাঁড়ফোরামিকঃ২২/০৩/২০১২, প্রজন্ম গুরুঃ০৯/০৪/২০১২ ,পাঁড়-প্রাজন্মিকঃ২৭/০৮/২০১২,প্রজন্মাচার্যঃ০৪/০৩/২০১৪।
প্রেম দাও ,নাইলে বিষ দাও