টপিকঃ GP "Edge" সার্ভিস সম্পর্কে জিজ্ঞাসা

আমি জানতে চাই, GrameenPhone "Edge" সার্ভিসের গতি কেমন? গতি কি ডায়ালআপের মতোই, নাকি আরো বেশি? মাসিক খরচ পড়ে কিরকম? কোন্ ধরনের মোবাইল সেটে এজ সার্ভিস ভালো? আর যেটি খুবই জরুরি, সেটা হল- এজ সার্ভিস Use করে Voice Chat করা সম্ভব কি?

Re: GP "Edge" সার্ভিস সম্পর্কে জিজ্ঞাসা

Re: GP "Edge" সার্ভিস সম্পর্কে জিজ্ঞাসা

মডু আপনি কি ইয়াহু না জিটক দিয়ে ভয়েস চ্যাট করার চেস্টা করেছেন ? ইয়াহু র চেয়ে আমার কাছে মনে হয় জিটক অনেক ভালো ভয়েস পাঠাতে পারে কম ব্যান্ডউইডে।

Re: GP "Edge" সার্ভিস সম্পর্কে জিজ্ঞাসা

আচ্ছা কোডার ভাই তো রাজশাহী থাকেন ঐখানে আমার মনে হয় GrameenPhone "Edge"  ব্যবহারকারী কম তাই ঢাকাতে যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে স্পিড কেমন পান এক্টূ জানাবেন কি ? এই জন্য বলছি যে যেহেতু ব্যান্ডউইড শেয়ার করা থাকে তাই ঢাকাতে প্রেসার বেশি হবার কথা।

Re: GP "Edge" সার্ভিস সম্পর্কে জিজ্ঞাসা