শামীম লিখেছেন:ফ্লাক্সবক্সটা পরীক্ষা করার জন্য ডাউনলোড করতে দিয়েছিলাম। এটা খুব হালকা ডেস্কটপ, পুরাতন কম মেমরির মেশিনেও দৌড়াবে। শুধু ড্রাইভগুলো অটোমেটিক পায় কি না সেটা পরীক্ষা করা একটা মূল উদ্দেশ্য্।
আর ডিফল্টে দেয়া কোডেকের সুবিধা + উবুন্টুর বেশিরভাগ সুবিধাতো থাকছেই।
মিন্টের এই মেশিনটা আমার বাসায় নয়, শ্বশুরবাড়িতে।
ফ্লাক্সবক্স ছাড়াও আরো কয়েকটি জনপ্রিয় লাইটওয়েট DE (desktop environment) রয়েছে। XFCE তো অনেকদিন ধরেই আছে - সম্ভবত: লাইটওয়েট ডিই-গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এটি। এছাড়া ইদানীং তাইওয়ানিজ প্রোগ্রামারদের বানানো নতুন LXDE-ও বেশ নামডাক করছে। এ দু'টোই ডেবিয়ান, ফেডোরা এবং ওপেনসুস-এ অল্টারনেট ডিই হিসাবে ইন্সটল করা যায়।
কেডিই-র তুলনায় ফ্লাক্স/এক্সএফসিই অনেক লাইট সন্দেহ নেই, কিন্তু গ্নোমের তুলনায় কতটুকু? গ্নোম নিজেই তো যথেষ্ট হালকা পাতলা। খুব পুরণো মেশিন (৪৮৬, পেন্টিয়াম ক্লাসিক, পেন্টিয়াম টু...) হলে অবশ্য এসব ডিই কাজে আসবে।
আমি নিজেও অবশ্য পুরো গ্নোম ব্যবহার করিনা - যেমন nautilus এর বদলে pcmanfm বা thunar, gedit-এর বদলে leafpad বা mousepad। এইসব লাইটওয়েট ডিই-গুলোর সফটোয়্যার গ্নোমের ডিফল্ট এ্যাপগুলোর চেয়ে অনেক ফাস্ট হয়। বেশিরভাগ ডিই Gtk-বেইজড হবার কারণে সহজেই গ্নোমের সাথে খাপ খেয়ে যায়।
Calm... like a bomb.